আওয়ামী লীগের বিচারের ভার ১৮ কোটি মানুষের ওপর ছেড়ে দেন জামায়াত আমির

- আপডেট সময় : ০৬:২৩:২৭ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪ ১৫৭ বার পড়া হয়েছে
গণহত্যার বিচারের রায় যদি আওয়ামী লীগের ওপর প্রয়োগ হয়, তারপর জনগণ বিবেচনা করবে, তাদের ব্যাপারে কী ফায়সালা নিবে। এ ব্যাপারে কোনো ফায়সালা দেয়ার এককভাবে অধিকার জামায়াতে ইসলামী রাখেনা। তাদের বিচারের ভার দেশের ১৮ কোটি মানুষের ওপর, যারা রাস্তায় নেমে এসেছিল।
শনিবার (১৯ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জের নামো শংকরবাটি হেফজুল উলুম এফকে কামিল মাদ্রাসা মাঠে জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
জামায়াতের আমির বলেন, আওয়ামী লীগের সময়ে তিনবার জাতীয় নির্বাচন হলেও জনগণ ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। তারা মানুষকে মানুষ হিসেবে গণ্য করেনি। তারা দেশের মানুষের সেবকের পরিবর্তে মালিকে পরিণত হয়েছিল। জাতিকে তারা দাসদাসী বানিয়েছিল। আমরা এই ধরনের কোনো মালিক এ দেশে দেখতে চাই না। দেশের মালিক হবেন মহান আল্লাহ। কেউ শাসন ক্ষমতায় আসলে সে হবেন সেবক।
ডা. শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ সাড়ে ১৫ বছরে যেসব দুষ্কর্ম করেছে, আমরা তা ঘৃণা করি। আমরা এখনও ঘৃণা করি, ভবিষ্যতেও করব। তাদের এসব দুষ্কর্মের প্রতিশোধ নেয়ার সবচেয়ে বড় হকদার জামায়াতে ইসলামী। কিন্তু আমরা দায়িত্বশীল সংগঠন হিসেবে সহকর্মীদেরকে শান্ত থাকার আহ্বান জানিয়েছি। যার ফলে দেশের কোথাও ২ কোটি ৪২ লাখ কর্মীর কারও বিরুদ্ধে কোন দুষ্কর্মের অভিযোগ আসেনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক পৌর মেয়র মো. নজরুল ইসলাম, রাজশাহী মহানগরের আমির ড. মাওলানা কেরামত আলী, জেলা নায়েবে আমির অধ্যাপক লতিফুর রহমান, জেলা সহকারি সেক্রেটারি অধ্যাপক মুখলেসুর রহমানসহ জামায়াত ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।