ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

আত্রাইয়ে প্রতিবন্ধী বৃদ্ধকে পিটিয়ে হত্যাচেষ্টা

আওয়ামী লীগ নেতা মতিউরসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ

নওগাঁ প্রতিনিধি
  • আপডেট সময় : ৩০৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে মো. মজিবর রহমান (৬৫) নামের এক প্রতিবন্ধী বৃদ্ধকে হাত-পা বেঁধে নির্মমভাবে ইট ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। একই সঙ্গে শ্বাসরোধ করে হত্যার চেষ্টাও করা হয়েছে বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে অবস্থার অবনতি হলে নওগাঁ সদর হাসপাতালে রেফার করা হয়।
ঘটনাটি ঘটে গত ২ আগস্ট রাত আনুমানিক ৯টার দিকে আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের উত্তরবিল দরগাপাড়া ডাঙ্গীমোড় গ্রামে।
অভিযোগ সূত্রে জানা যায়, একই গ্রামের মৃত জালাল মন্ডলের পুত্র এডভোকেট মো. মতিউর রহমান (৫০), মো. মশিউর রহমান (৪৫), মো. জিয়াউর রহমান বুলবুল (৪০), মো. ফিরোজ (৩৫) এবং মো. সোহরাব হোসেন (৫৫) একত্র হয়ে মজিবর রহমানকে পরিকল্পিতভাবে বাড়ি থেকে ডেকে এনে মারধর করেন। হামলাকারীরা তাকে হাত-পা বেঁধে নির্মমভাবে ইট ও লোহার রড দিয়ে আঘাত করে এবং শ্বাসরোধে হত্যার চেষ্টা চালায় বলে অভিযোগে বলা হয়েছে।
এ ঘটনায় পরদিন ৩ আগস্ট (রবিবার) আহত মজিবর রহমানের বড় ছেলে মো. সিরাজুল ইসলাম বাদী হয়ে আত্রাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগকারী সিরাজুল ইসলাম জানান, “আমার বাবার জমিজমা আত্মসাতের ষড়যন্ত্র দীর্ঘদিন ধরে চলে আসছে। পূর্বেও আত্রাই থানায় একটি অভিযোগ করা হয়েছিল, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এবারও পরিকল্পিতভাবে হত্যাচেষ্টা চালানো হয়েছে।”
জানা গেছে, অভিযুক্ত প্রধান ব্যক্তি এডভোকেট মো. মতিউর রহমান বাংলাদেশ আওয়ামী লীগ আত্রাই উপজেলা শাখার আইন বিষয়ক সম্পাদক। স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের জমি, টাকা-পয়সা আত্মসাৎ করে আসছেন। দলীয় প্রভাব খাটিয়ে বারবার আইনের চোখ ফাঁকি দিয়েছেন। বিশেষ করে ২০২৪ সালের আগস্টে সরকার পতনের মতো একটি গণঅভ্যুত্থানের পরেও কিভাবে এমন একজন বিতর্কিত আওয়ামী লীগ নেতা বা কথিত , আওয়ামী দোসর চরিত্রের সন্ত্রাসী’ এখনো গ্রেপ্তার হয়নি, তা নিয়ে এলাকায় ক্ষোভ ও প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয়রা বলছেন, এটি কি সরকারের উদাসীনতা, নাকি পুলিশের ব্যর্থতা? ইতিপূর্বেও তার বিরুদ্ধে থানায় অভিযোগ জমা দেওয়া হলেও কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।
এই বিষয়ে জানতে চাইলে এডভোকেট মতিউর রহমান বলেন, “আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।”
এ ঘটনায় তদন্ত কর্মকর্তা এসআই সাহাজুল ইসলাম বলেন, “আমি এলাকাবাসীর সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছে, রাতে ঘটনা ঘটেছে—তারা কিছু দেখেননি। তবে তদন্ত প্রক্রিয়া অব্যাহত আছে এবং অপরাধ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, “ওসি আত্রাই থানার কিছুদিন অসুস্থ ছিলেন। আজ বুধবার তিনি নওগাঁ সদরে একটি জরুরি মিটিংয়ে অংশ নিচ্ছেন, ফলে তার সঙ্গে সরাসরি কথা বলা সম্ভব হয়নি। ভুক্তভোগী সুস্থ হলে ওসির সঙ্গে বসে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে। সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
পরে ফোনে যোগাযোগ করা হলে আত্রাই থানার ওসি জানান, “এ বিষয়ে আমি এখনো অবগত নই।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আত্রাইয়ে প্রতিবন্ধী বৃদ্ধকে পিটিয়ে হত্যাচেষ্টা

আওয়ামী লীগ নেতা মতিউরসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ

আপডেট সময় :

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে মো. মজিবর রহমান (৬৫) নামের এক প্রতিবন্ধী বৃদ্ধকে হাত-পা বেঁধে নির্মমভাবে ইট ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। একই সঙ্গে শ্বাসরোধ করে হত্যার চেষ্টাও করা হয়েছে বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে অবস্থার অবনতি হলে নওগাঁ সদর হাসপাতালে রেফার করা হয়।
ঘটনাটি ঘটে গত ২ আগস্ট রাত আনুমানিক ৯টার দিকে আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের উত্তরবিল দরগাপাড়া ডাঙ্গীমোড় গ্রামে।
অভিযোগ সূত্রে জানা যায়, একই গ্রামের মৃত জালাল মন্ডলের পুত্র এডভোকেট মো. মতিউর রহমান (৫০), মো. মশিউর রহমান (৪৫), মো. জিয়াউর রহমান বুলবুল (৪০), মো. ফিরোজ (৩৫) এবং মো. সোহরাব হোসেন (৫৫) একত্র হয়ে মজিবর রহমানকে পরিকল্পিতভাবে বাড়ি থেকে ডেকে এনে মারধর করেন। হামলাকারীরা তাকে হাত-পা বেঁধে নির্মমভাবে ইট ও লোহার রড দিয়ে আঘাত করে এবং শ্বাসরোধে হত্যার চেষ্টা চালায় বলে অভিযোগে বলা হয়েছে।
এ ঘটনায় পরদিন ৩ আগস্ট (রবিবার) আহত মজিবর রহমানের বড় ছেলে মো. সিরাজুল ইসলাম বাদী হয়ে আত্রাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগকারী সিরাজুল ইসলাম জানান, “আমার বাবার জমিজমা আত্মসাতের ষড়যন্ত্র দীর্ঘদিন ধরে চলে আসছে। পূর্বেও আত্রাই থানায় একটি অভিযোগ করা হয়েছিল, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এবারও পরিকল্পিতভাবে হত্যাচেষ্টা চালানো হয়েছে।”
জানা গেছে, অভিযুক্ত প্রধান ব্যক্তি এডভোকেট মো. মতিউর রহমান বাংলাদেশ আওয়ামী লীগ আত্রাই উপজেলা শাখার আইন বিষয়ক সম্পাদক। স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের জমি, টাকা-পয়সা আত্মসাৎ করে আসছেন। দলীয় প্রভাব খাটিয়ে বারবার আইনের চোখ ফাঁকি দিয়েছেন। বিশেষ করে ২০২৪ সালের আগস্টে সরকার পতনের মতো একটি গণঅভ্যুত্থানের পরেও কিভাবে এমন একজন বিতর্কিত আওয়ামী লীগ নেতা বা কথিত , আওয়ামী দোসর চরিত্রের সন্ত্রাসী’ এখনো গ্রেপ্তার হয়নি, তা নিয়ে এলাকায় ক্ষোভ ও প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয়রা বলছেন, এটি কি সরকারের উদাসীনতা, নাকি পুলিশের ব্যর্থতা? ইতিপূর্বেও তার বিরুদ্ধে থানায় অভিযোগ জমা দেওয়া হলেও কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।
এই বিষয়ে জানতে চাইলে এডভোকেট মতিউর রহমান বলেন, “আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।”
এ ঘটনায় তদন্ত কর্মকর্তা এসআই সাহাজুল ইসলাম বলেন, “আমি এলাকাবাসীর সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছে, রাতে ঘটনা ঘটেছে—তারা কিছু দেখেননি। তবে তদন্ত প্রক্রিয়া অব্যাহত আছে এবং অপরাধ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, “ওসি আত্রাই থানার কিছুদিন অসুস্থ ছিলেন। আজ বুধবার তিনি নওগাঁ সদরে একটি জরুরি মিটিংয়ে অংশ নিচ্ছেন, ফলে তার সঙ্গে সরাসরি কথা বলা সম্ভব হয়নি। ভুক্তভোগী সুস্থ হলে ওসির সঙ্গে বসে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে। সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
পরে ফোনে যোগাযোগ করা হলে আত্রাই থানার ওসি জানান, “এ বিষয়ে আমি এখনো অবগত নই।”