ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo হাজারো মানুষের নদী পারাপারের একমাত্র মাধ্যম ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো Logo সাংবাদিক আলতাফ হোসেনের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল Logo চত্রা নদীতে গোসল করতে নেমে প্রবীণ ব্যক্তির মৃত্যু Logo গোলাপগঞ্জে ঢাকাদক্ষিণ সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মঞ্জু গ্রেপ্তার Logo শতভাগ পদোন্নতি যোগ্য পদে প্রেষণে কর্মকর্তা নিয়োগের প্রতিবাদে দিনাজপুর শিক্ষাবোর্ডে কর্মচারীদের বিক্ষোভ Logo রামগতিতে বেড়েছে চুরি-ডাকাতি, আইনশৃঙ্খলার অবনতি Logo মানিকছড়িতে মাছের মিশ্রচাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ট্রাকের চালক ও হেলাপার নিহত Logo শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ল ১৫ শতাংশ, পাবেন দুই ধাপে Logo ফেনীর ঐতিহাসিক ঘাটলা এখন জেলা জুড়ে

আক্কেলপুরে ব্যাটারি চালিত ইজি বাইক চুরি, থানায় লিখিত অভিযোগ

জয়পুরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ৫৭৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলেকপুর ইউনিয়নের নওজোর গ্রামে ব্যাটারি চালিত একটি ইজি বাইক (টমটম) চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. রফিকুল ইসলাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ৩০ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে রফিকুল ইসলামের বাড়ির বারান্দা থেকে তার ব্যক্তিগত ব্যাটারি চালিত ইজি বাইকটি চুরি হয়ে যায়। তিনি জানান, গভীর রাতে অজ্ঞাত চোরেরা সুযোগ বুঝে গাড়িটি নিয়ে পালিয়ে যায়। চুরি হওয়া ইজি বাইকটির রং সবুজ এবং এর মালিক লাইসেন্স নম্বর ০২৪২ (আক্কেলপুর)।
রফিকুল ইসলাম অভিযোগে আরও জানান, এর আগের দিন ২৯ সেপ্টেম্বর সকাল থেকে রাত পর্যন্ত তার বাড়ির আশপাশে সন্দেহজনকভাবে লিটনসহ কয়েকজনকে ঘোরাফেরা করতে দেখা যায়। তাদের আচরণে স্থানীয়দের মধ্যেও সন্দেহের সৃষ্টি হয়। ঘটনার পরপরই তিনি অনেক খোঁজাখুঁজি করলেও গাড়িটির কোনো সন্ধান মেলেনি। অবশেষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা করে থানায় লিখিত অভিযোগ দায়ের করতে বাধ্য হন।
এদিকে অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত তদন্তে নামে। আক্কেলপুর থানার এসআই বজলুর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে তারা ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি আরও বলেন, “আমরা এলাকার মানুষদের জিজ্ঞাসা করেছি। স্থানীয়রা জানিয়েছেন, লিটন এবং আরও কয়েকজনকে চুরির আগের দিন ভুক্তভোগীর বাড়ির আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা গেছে।”
এসআই বজলুর রহমান আরও আশ্বাস দিয়ে বলেন, “আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি। খুব শিগগিরই চোরকে সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”
চুরির এই ঘটনায় গ্রামজুড়ে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মনে করছেন, সম্প্রতি এলাকায় চুরির ঘটনা বেড়ে গেছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। তারা দ্রুত চোরকে আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন।
অন্যদিকে ভুক্তভোগী রফিকুল ইসলাম তার একমাত্র জীবিকার উৎস ইজি বাইক হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। তিনি পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন দ্রুত তার গাড়িটি উদ্ধার করে চোরকে গ্রেপ্তার করতে।

 

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আক্কেলপুরে ব্যাটারি চালিত ইজি বাইক চুরি, থানায় লিখিত অভিযোগ

আপডেট সময় :

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলেকপুর ইউনিয়নের নওজোর গ্রামে ব্যাটারি চালিত একটি ইজি বাইক (টমটম) চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. রফিকুল ইসলাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ৩০ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে রফিকুল ইসলামের বাড়ির বারান্দা থেকে তার ব্যক্তিগত ব্যাটারি চালিত ইজি বাইকটি চুরি হয়ে যায়। তিনি জানান, গভীর রাতে অজ্ঞাত চোরেরা সুযোগ বুঝে গাড়িটি নিয়ে পালিয়ে যায়। চুরি হওয়া ইজি বাইকটির রং সবুজ এবং এর মালিক লাইসেন্স নম্বর ০২৪২ (আক্কেলপুর)।
রফিকুল ইসলাম অভিযোগে আরও জানান, এর আগের দিন ২৯ সেপ্টেম্বর সকাল থেকে রাত পর্যন্ত তার বাড়ির আশপাশে সন্দেহজনকভাবে লিটনসহ কয়েকজনকে ঘোরাফেরা করতে দেখা যায়। তাদের আচরণে স্থানীয়দের মধ্যেও সন্দেহের সৃষ্টি হয়। ঘটনার পরপরই তিনি অনেক খোঁজাখুঁজি করলেও গাড়িটির কোনো সন্ধান মেলেনি। অবশেষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা করে থানায় লিখিত অভিযোগ দায়ের করতে বাধ্য হন।
এদিকে অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত তদন্তে নামে। আক্কেলপুর থানার এসআই বজলুর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে তারা ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি আরও বলেন, “আমরা এলাকার মানুষদের জিজ্ঞাসা করেছি। স্থানীয়রা জানিয়েছেন, লিটন এবং আরও কয়েকজনকে চুরির আগের দিন ভুক্তভোগীর বাড়ির আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা গেছে।”
এসআই বজলুর রহমান আরও আশ্বাস দিয়ে বলেন, “আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি। খুব শিগগিরই চোরকে সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”
চুরির এই ঘটনায় গ্রামজুড়ে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মনে করছেন, সম্প্রতি এলাকায় চুরির ঘটনা বেড়ে গেছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। তারা দ্রুত চোরকে আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন।
অন্যদিকে ভুক্তভোগী রফিকুল ইসলাম তার একমাত্র জীবিকার উৎস ইজি বাইক হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। তিনি পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন দ্রুত তার গাড়িটি উদ্ধার করে চোরকে গ্রেপ্তার করতে।