সংবাদ শিরোনাম ::
আজ থেকে থাকছে না নগদ টাকা তোলার সীমা
গণমুক্তি রিপোর্ট
- আপডেট সময় : ১১:২০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ ৭৬ বার পড়া হয়েছে
আজ থেকে থাকছে না নগদ টাকা তোলার সীমা। গ্রাহক তার চাহিদা মতো ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারবেন।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী চেকের মাধ্যমে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা উত্তোলন করা যেত। আজ রোববার (৮ সেপ্টেম্বর) থেকে নগদ টাকা তোলার এ সীমা আর থাকছে না।
শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেহজবাউল হক সংবাদমাধ্যমকে এই বিষয়টি জানিয়েছেন।
অন্তর্বর্তী সরকারের শপথ দেওয়ার দিন ৮ আগস্ট বাংলাদেশ ব্যাংক নির্দেশনা জারি করে চেকের মাধ্যমে এক লাখ টাকার বেশি ব্যাংক থেকে তোলা যাবে না। এরপর নগদ টাকা উত্তোলনের সীমা ধাপে ধাপে এক থেকে দুই লাখ, দুই লাখ থেকে তিন লাখ, তিন লাখ থেকে চার লাখ ও গত সপ্তাহে নগদ টাকা উত্তোলনের সীমা বাড়িয়ে পাঁচ লাখ করা হয়।