আজ শপথ নেবেন নতুন চার উপদেষ্টা
- আপডেট সময় : ০৯:০৬:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪ ২৮১ বার পড়া হয়েছে
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের যুক্ত হচ্ছে নতুন আরও চারজন। এ নিয়ে উপদেষ্টা পরিষদের সংখ্যা হচ্ছে ২১জন। তারা শুক্রবার (১৬ আগস্ট) শপথ নেবেন।
তাদের একজন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার। এর আগে তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা মর্যাদা) হিসেবে নিয়োগ পান। অন্য তিনজন হচ্ছে,
অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ, সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান এবং সাবেক লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
বঙ্গভবন সূত্র এ তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার নতুন উপদেষ্টারা শপথ নেবেন। বঙ্গভবনে বিকেল ৪টায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি
উপদেষ্টাদের শপথ পড়াবেন।
এর আগে গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্র্বতী সরকার গঠিত হয়। এ পরিষদের সদস্য সংখ্যা ছিল ১৭। নতুন চারজন যুক্ত হলে সদস্য সংখ্যা হবে ২১।
নতুন উপদেষ্টাদের জন্য সরকারি যানবাহন অধিদপ্তরকে পাঁচটি গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়েছে।