আদমদীঘি সংবাদ
- আপডেট সময় : ০৮:৩৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪ ৭১ বার পড়া হয়েছে
আদমদীঘিতে যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে সমাবেশ
সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার আদমদীঘিতে যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ তার সহযোগি সংগঠনের উদ্যোগে কর্মি সমাবেশ, এক শুভেচ্ছা ও শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) আদমদীঘির গোহাট চত্বরে আদমদীঘি উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম মিনহাজের সভাপতিত্বে কর্মি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, সান্তাহার পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা ফিরোজ মোঃ কামরুল হাসান, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এস. মাসুদ আহম্মেদ, আদমদীঘি সদর ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব রফি আহম্মেদ আচ্চু, উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহীন আহম্মেদ, সান্তাহার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, সান্তাহার পৌর যুবদলের আহবায়ক ওয়াহেদুল ইসলাম, যুগ্ম আহবায়ক আরিফুল হক রুমান, শামিম আহম্মেদ, সিহাব চৌধুরী, আনোয়ার হোসেন জীবন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রুহুল আমিন, সদস্য সচিব আব্দুর রাজ্জাক, ছাত্রদলের সভাপতি মহিবুল হাসান সাকিব, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, ছাত্র নেতা নাঈম ইবনে হাসান, বাপ্পী হাসান, উপজেলা মহিলা দলের সভাপতি রিনা আক্তার, কৃষক দলের আহবায়ক রায়হান শরীফ রানা, সদস্য সচিব আবু রায়হান, মৎস্যজীবি দলের সভাপতি কামাল হোসেন, তাঁতীদল নেতা জুলফিকার খন্দকার, আকবর হোসেন প্রমুখ। কর্মি সমাবেশ শেষে হাজার হাজার নেতাকর্মিদের অংশ গ্রহনে গোহাট চত্বর থেকে শুভেচ্ছা ও শান্তি মিছিল বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদর্ক্ষিন করে বিএনপি অফিসে শেষ করা হয়।
আদমদীঘিতে ছাত্রদলের উদ্যোগে
মৌন মিছিল ও স্মরণ সভা অনুষ্ঠিত
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার আদমদীঘি উপজেলা রহিম উদ্দিন ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে শহীদ আবরার ফাহাদ স্মরণে মৌন মিছিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) বেলা ১২টায় রহিম উদ্দিন কলেজে চত্বরে এই স্বরণ সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদল নেতা আহম্মেদ কাওছার দ্বীপ, আওয়াল খন্দকার, সৈকত, ডেভিট, সিহাব, আদমদীঘি রহিম উদ্দিন কলেজ ছাত্রদল নেতা আহসান হাবীব, সিয়াম সরদার, জিম, সেজান সহ কলেজের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
শিক্ষা প্রতিষ্ঠানের জয়গা দখলের প্রতিবাদে
শিক্ষার্থীদের ট্রেন ও সড়ক অবরোধ
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার এস এম আই উচ্চ বিদ্যালয়ের গাছ কেটে জমি দখলের প্রতিবাদে ট্রেন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত সান্তাহার-নওগাঁ সড়ক অবরোধ ও দুপুর পৌনে একটার দিকে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর দ্রুতযান ট্রেনটি সান্তাহার ষ্টেশনের রেলগেটের নিকট আটকিয়ে রাখে শিক্ষার্থিরা। এতে সড়কে যানজট সৃষ্টি হয়। রেলওয়ে থানা পুলিশ ও রেলকর্তৃপক্ষ শিক্ষার্থীদের সরিয়ে দিলে ২০ মিনিট বিলম্বে ট্রেনটি গন্তব্যে ছেড়ে যায়। শিক্ষার্থীদের অভিযোগ,তাদের বিদ্যালয়ে পাশের জনৈক ব্যক্তি বিদ্যালয়ের একটি গাছ জোড়পূর্বক কেটে নিয়ে জায়গা দখল করে রেখেছে। বিষয়টি উর্ধতন কতৃপক্ষকে একাধিকবার জানিয়ে কোন প্রতিকার না হওয়ায় তারা সড়ক ও রেল অবরোধ করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহমিনা বেগম জানান, শিক্ষার্থীরা নিজেদের ্ধসঢ়; ইচ্ছায় এই কর্মসূচী পালন করেছে। পরে খবর পেয়ে দুপচাঁিচয়া ক্যাম্পের সেনা সদস্যরা বিদ্যালয়ে পৌঁছে শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে বৈঠক করে পুজার পর বিষয়টি সমাধান করা হবে বলে সেনাবাহিনী ক্যাপটেন সাকলাইন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহমিনা বেগম সাংবাদিকদের জানান।