আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস উদযাপন উপলক্ষে র্যালি, মহড়া, অনুষ্ঠান ও আলোচনা সভা
- আপডেট সময় : ৫৭ বার পড়া হয়েছে
সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” প্রতিপাদ্য সামনে রেখে নাটোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে র্যালি, মহড়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত।
গতকাল ১৩ অক্টোবর সোমবার সকাল ১০ টার সময় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর নাটোরের আয়োজনে সভাপতি জেলা প্রশাসক নাটোর আসমা শাহীন এর সভাপতিত্বে আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে আত্মরক্ষার কৌশল সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে র্যালি, মহড়া অনুষ্ঠান ও আলোচনা সভা করা হয়েছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ কে এম শাহা আলম মোল্লা এর সার্বিক পরিচালনায় ও ফায়ার সার্ভিস সিনিয়র স্টেশন অফিসার এনায়েত হকের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবুল হায়াত, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক এডিএম আসমা খাতুন,নাটোর ফায়ার সার্ভিস নাটোর এর উপ- সহকারী পরিচালক আখতার হামিদ খান, জেলা ত্রাণ ও পূর্ণবাসন অফিস সহকারী ও কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক শুভ সরকার,সহ স্কাউট কালেক্টরেট স্কুলের শিক্ষার্থী ছাত্র-ছাত্রী ফায়ার সার্ভিসের কর্মকর্তা জেলা প্রশাসনের কর্মকর্তা এবং কর্মচারী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। ফায়ার সার্ভিস কর্মীরা কিভাবে জীবনে ঝুঁকি নিয়ে মানুষের শরীরে আগুন ধরলে, সড়ক দুর্ঘটনায় বাসাবাড়িতে আগুন লাগলে চর্ট ভিজিয়ে কিভাবে আগুন নিভাতে হবে, পাঁচ তলা বিল্ডিং পর্যন্ত পানি দিয়ে আগুন নিভাতে হবে এবং এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে না ছড়াই সেটা কিভাবে বন্ধ করবে এবং গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে কিভাবে নিভাতে হবে সেগুলো দেখিয়ে দিলেন।



















