আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কালকিনিতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৩:১৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫ ৩০ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এবং কালকিনি পৌরসভার আয়োজনে দিবসটি পালন করা হয়।
শনিবার ৮ মার্চ সকাল ১১ টায় দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে একটি র্যালী কালকিনি উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অডিটোরিয়ামের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের আধুনিক অডিটোরিয়াম হল রুমে মহিলা বিষয়ক অধিদপ্তরের কিশোর কিশোরী ক্লাবের আবৃতি বিষয়ক শিক্ষিকা খাদিজা রিপার সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা সমাজ ও দেশ উন্নয়নে নারীদের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হামিদা খাতুন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা খায়রুল ইসলাম, কালকিনি পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ হোসাইনসহ মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।