আলোচিত শিশু আছিয়ার পরিবারকে গাভী, বাছুর ও পাকা গোয়ালঘর উপহার জামায়াতের আমিরের

- আপডেট সময় : ৯৩ বার পড়া হয়েছে
মাগুরা জেলার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে নিহত শিশু আছিয়ার পরিবারকে অর্থনৈতিকভাবে সহায়তা করতে দুটি গাভী, দুটি বাছুর এবং একটি পাকা গোয়ালঘর উপহার দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান।
গতকাল বুধবার বিকেলে এই উপহার আনুষ্ঠানিকভাবে আছিয়ার পরিবারের হাতে তুলে দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও কুষ্টিয়া-যশোর অঞ্চলের পরিচালক মোবারক হুসাইন।
এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা জামায়াতের আমির ও মাগুরা ২ আসনে দলীয় মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এমবি বাকের, সাবেক জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাগুরা ১ আসনের দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুল মতিনসহ জামায়াতের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, গত ৬ মার্চ মাগুরার নিজ নান্দুয়ালী গ্রামে বোন এর বাসায় বেড়াতে এসে আট বছরের শিশু আছিয়া তার বোনের শ্বশুর হিটু শেখের দ্বারা ধর্ষণের শিকার হয়। পরে ১৩ মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এই নির্মম ঘটনায় মাগুরাসহ দেশব্যাপী তীব্র প্রতিবাদ ও বিচার দাবিতে জনমত গড়ে ওঠে।
পরবর্তীতে শিশু ও নারী নির্যাতন দমন ট্রাইব্যুনাল হিটু শেখকে মৃত্যুদণ্ড প্রদান করলেও অপর তিন অভিযুক্তকে বেকসুর খালাস দেন আদালত।
আছিয়ার মৃত্যুর পরদিন, ১৪ মার্চ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান ছুটে যান আছিয়ার কবর জিয়ারতে। এরপর তিনি আছিয়ার মা-বাবার সঙ্গে সাক্ষাতের চেষ্টা করলেও দুর্ভাগ্যক্রমে তারা তখন বিশেষ কোন এক গোষ্ঠীর প্ররোচনায় আত্মগোপনে ছিলেন বলে অভিযোগ রয়েছে।
তবুও, আছিয়ার পরিবারের করুণ বাস্তবতা বিবেচনায় নিয়ে আমিরে জামায়াত ড. শফিকুর রহমান প্রতিশ্রুতি দেন একটি পারিবারিক খামার করে দেওয়ার। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় আজ পরিবারটির হাতে দুটি গাভী, দুটি বাছুর এবং একটি পাকা গোয়ালঘর বুঝিয়ে দেওয়া হয়।
উপহার হস্তান্তরের সময় জামায়াত নেতৃবৃন্দ জানান, আছিয়ার বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ এবং পরিবারে উপার্জনক্ষম কেউ নেই। এমন অবস্থায় আত্মনির্ভরশীলতা তৈরিতে এই সহায়তা প্রদান করা হয়েছে। শুধু গরুই নয়, গরুর খাদ্য ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে।
তারা আরও বলেন, আমরা বিশ্বাস করি এই সহায়তা আছিয়ার পরিবারের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে, ইনশাআল্লাহ।
পরে জামায়াত নেতৃবৃন্দ সব্দালপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত কর্মী সমাবেশে অংশগ্রহণ করেন।