সংবাদ শিরোনাম ::
আশা চীনের শিগগিরই বাংলাদেশে স্থিতিশীলতা ফিরবে
গণমুক্তি ডিজিটাল ডেস্ক
- আপডেট সময় : ০৮:২৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪ ১৭১ বার পড়া হয়েছে
বাংলাদেশের চলমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে চীন। বন্ধুপ্রতীম প্রতিবেশী ও কৌশলগত অংশীদার হিসেবে বেইজিংয়ের আশা, শিগগিরই বাংলাদেশে স্থিতিশীলতা ফিরবে।
আজ মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এসব কথা বলেছেন।
সংবাদ সম্মেলনে লিন জিয়ানকে একজন সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে চীনের অবস্থান কি? এর জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশের চলমনা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে চীন। বাংলাদেশের বন্ধুপ্রতীম প্রতিবেশী ও কৌশলগত অংশীদার হিসেবে চীন আন্তরিকভাবে আশা করছে, দেশটির সমাজে খুব শিগগিরই স্থিতিশীলতা ফিরে আসবে।’