ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo আসিফ খান: এ প্রজন্মের উদীয়মান কণ্ঠশিল্পীর সঙ্গীতযাত্রা Logo ঠাকুরগাঁওয়ে জুলাই বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে জুলাইয়ের মায়েদের গল্প শোনা ও সংবর্ধনা প্রদান Logo টাঙ্গাইলে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির ঘটনায় ৪ বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৫ Logo সরিষাবাড়ী সাতপোয়া আল-বূশরা সামাজিক গোরস্তানের উন্নয়ন কাজের উদ্বোধন Logo শ্রমিকবান্ধব দেশগঠনে দাঁড়িপাল্লার পক্ষে গণ জোয়ার সৃষ্টি করতে হবে Logo তিতাসে জুলাই বিপ্লবের বিজয় মিছিল উপলক্ষে বিএনপির প্রস্ততি সভা Logo গোবিন্দগঞ্জে এক যুবকের মরদে’হ উদ্ধার Logo মালখানগর রথবাড়ি তালতলা রাস্তার বেহাল দশা, জনগণের চরম ভোগান্তি Logo কোম্পানীগঞ্জে বাসাপ’র বৃক্ষরোপণ কর্মসূচি Logo হোমনা-মেঘনা নিয়ে গঠিত কুমিল্লা-২ আসন বহাল রাখার দাবিতে বিএনপির সাংবাদ সম্মেলন

আসিফ খান: এ প্রজন্মের উদীয়মান কণ্ঠশিল্পীর সঙ্গীতযাত্রা

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ৩৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের সংগীতাঙ্গনে নতুন আলো ছড়াচ্ছেন এক তরুণ প্রতিভা যার নাম আসিফ খান। কণ্ঠে আবেগ, সুরে সততা আর মঞ্চে আত্মবিশ্বাসী উপস্থিতি এই তিনে মিলেই তিনি হয়ে উঠেছেন এ প্রজন্মের অন্যতম সম্ভাবনাময় সংগীতশিল্পী। শ্রোতাদের মন জয় করে নেওয়ার মতো এক বিশেষ ক্ষমতা রয়েছে তার কণ্ঠে, যা সহজেই আলাদা করে দেয় তাকে হাজারো কণ্ঠের ভিড় থেকে।

প্রথম পথচলা
আসিফ খানের সংগীতের প্রতি ভালোবাসা জন্ম নেয় শৈশবেই। পরিবারের অনুপ্রেরণায় মায়ের কাছে সংগীতের প্রাথমিক পাঠ শুরু হয়। ধীরে ধীরে সেই ভালোলাগা রূপ নেয় ভালোবাসায় এবং পেশাগত পথচলার সূত্রপাত ঘটে। বিভিন্ন প্রতিযোগিতায় একের পর এক সাফল্য তাকে করে তোলে আত্মবিশ্বাসী এবং সংগীতের পথে আরও দৃঢ়।

পেশাদার সংগীত জীবনের শুরু
তার গাওয়া প্রথম মৌলিক গান মুক্তি পায় ২০১৬ সালে। মাহবুবুল আলম সোহেল এর সঙ্গীত পরিচালনায় জি-সিরিজ এর ব্যানারে “তুমি কে?” শিরোনামে তার প্রথম একক এলবাম প্রকাশ পায়৷ গানের কথা, সুর এবং তার হৃদয় ছুঁয়ে যাওয়া কণ্ঠ খুব অল্প সময়ে সঙ্গীত প্রেমীদের মন জয় করে নেয়। রোমান্টিক, আবেগঘন কিংবা আধ্যাত্মিক প্রত্যেকটি ঘরানায় তিনি তার প্রতিভার স্বাক্ষর রেখেছেন। সর্বশেষ ২০২৪ সাল থেকে আকাশ মাহমুদ, আহমেদ সজীব, এ.এস. সোহান সহ এ প্রজন্মের জনপ্রিয় গিতীকার, সুরকার, সঙ্গীত পরিচালকদের কথা, সুর ও সঙ্গীত পরিচালনায় বেশ কিছু নতুন গান নিয়মিত তার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হচ্ছে। বর্তমানে অনিরূদ্ধ শুভ’র সুর ও সঙ্গীত পরিচালনায় তার বেশ কিছু নতুন গানের কাজ চলছে। গানগুলো পর্যায়ক্রমে তার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।

শৈলী ও বৈচিত্র্য
আসিফের কণ্ঠে রয়েছে এক ধরনের আবেগময়তা, যা তার গানের কথার গভীরতা আরও বাড়িয়ে তোলে। তিনি মূলত আধুনিক গান, রোমান্টিক, ফোক ফিউশন এবং ইসলামিক সংগীত নিয়ে কাজ করছেন। গান নির্বাচনে তিনি সবসময় চেষ্টা করেন সুর ও কথা যেন মানসম্মত হয় এবং শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিতে পারে।

ডিজিটাল প্ল্যাটফর্মে জয়যাত্রা
প্রযুক্তিনির্ভর যুগে আসিফ খান সফলভাবে ডিজিটাল মাধ্যমকে কাজে লাগিয়ে তার গান পৌঁছে দিয়েছেন দেশ-বিদেশের কোটি কোটি শ্রোতাদের কাছে। নিজস্ব ইউটিউব চ্যানেল অংরভ কযধহ চৎড়ফঁপঃরড়হ থেকে প্রকাশিত প্রতিটি গানেই দেখা যায় নতুন কিছু করার প্রচেষ্টা। অডিও ডিস্ট্রিবিউট প্রতিষ্ঠান “গান বাক্স”র তত্বাবধানে ইউটিউব, স্পটিফাই, অ্যামাজন মিউজিকসহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে তার গানগুলো পাওয়া যাচ্ছে এবং সেখানে লক্ষাধিক ভিউ ও শ্রোতাদের ইতিবাচক মন্তব্য তার জনপ্রিয়তার সাক্ষী।

সরাসরি অনুষ্ঠান ও জনপ্রিয়তা
বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সাংস্কৃতিক উৎসব, এবং টিভি শো-তে সরাসরি গান গেয়ে তিনি অর্জন করেছেন বিপুল জনপ্রিয়তা। মঞ্চে তার প্রাণবন্ত উপস্থিতি ও শ্রোতাদের সঙ্গে সংযোগ স্থাপন করার ক্ষমতা তাকে আরও কাছের মানুষ করে তোলে সঙ্গীতপ্রেমীদের কাছে।

ভবিষ্যৎ পরিকল্পনা
সাংবাদিকদের এক সাক্ষাৎকারে আসিফ বলেন, “আমি বিশ্বাস করি সংগীত হলো আত্মার খোরাক। আমি চেষ্টা করছি প্রতিনিয়ত শিখতে, ভালো গান তৈরি করতে এবং আন্তর্জাতিক মানের কিছু কাজ উপহার দিতে।” ভবিষ্যতে নিজের মৌলিক অ্যালবাম এবং কিছু আন্তর্জাতিক কোলাবোরেশনের পরিকল্পনাও রয়েছে তার।

আসিফ খান এই প্রজন্মের তরুণদের মধ্যে একটি অনন্য নাম, যিনি তার নিষ্ঠা, পরিশ্রম এবং প্রতিভার মাধ্যমে সংগীতাঙ্গনে ইতোমধ্যেই একটি বিশেষ জায়গা তৈরি করেছেন। তার সুরেলা কণ্ঠ, সৃজনশীল চিন্তাভাবনা এবং মানুষের হৃদয় ছুঁয়ে যাওয়ার ক্ষমতা তাকে বাংলাদেশের সংগীতজগতের আগামী দিনের উজ্জ্বল নক্ষত্র হিসেবে গড়ে তুলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আসিফ খান: এ প্রজন্মের উদীয়মান কণ্ঠশিল্পীর সঙ্গীতযাত্রা

আপডেট সময় :

বাংলাদেশের সংগীতাঙ্গনে নতুন আলো ছড়াচ্ছেন এক তরুণ প্রতিভা যার নাম আসিফ খান। কণ্ঠে আবেগ, সুরে সততা আর মঞ্চে আত্মবিশ্বাসী উপস্থিতি এই তিনে মিলেই তিনি হয়ে উঠেছেন এ প্রজন্মের অন্যতম সম্ভাবনাময় সংগীতশিল্পী। শ্রোতাদের মন জয় করে নেওয়ার মতো এক বিশেষ ক্ষমতা রয়েছে তার কণ্ঠে, যা সহজেই আলাদা করে দেয় তাকে হাজারো কণ্ঠের ভিড় থেকে।

প্রথম পথচলা
আসিফ খানের সংগীতের প্রতি ভালোবাসা জন্ম নেয় শৈশবেই। পরিবারের অনুপ্রেরণায় মায়ের কাছে সংগীতের প্রাথমিক পাঠ শুরু হয়। ধীরে ধীরে সেই ভালোলাগা রূপ নেয় ভালোবাসায় এবং পেশাগত পথচলার সূত্রপাত ঘটে। বিভিন্ন প্রতিযোগিতায় একের পর এক সাফল্য তাকে করে তোলে আত্মবিশ্বাসী এবং সংগীতের পথে আরও দৃঢ়।

পেশাদার সংগীত জীবনের শুরু
তার গাওয়া প্রথম মৌলিক গান মুক্তি পায় ২০১৬ সালে। মাহবুবুল আলম সোহেল এর সঙ্গীত পরিচালনায় জি-সিরিজ এর ব্যানারে “তুমি কে?” শিরোনামে তার প্রথম একক এলবাম প্রকাশ পায়৷ গানের কথা, সুর এবং তার হৃদয় ছুঁয়ে যাওয়া কণ্ঠ খুব অল্প সময়ে সঙ্গীত প্রেমীদের মন জয় করে নেয়। রোমান্টিক, আবেগঘন কিংবা আধ্যাত্মিক প্রত্যেকটি ঘরানায় তিনি তার প্রতিভার স্বাক্ষর রেখেছেন। সর্বশেষ ২০২৪ সাল থেকে আকাশ মাহমুদ, আহমেদ সজীব, এ.এস. সোহান সহ এ প্রজন্মের জনপ্রিয় গিতীকার, সুরকার, সঙ্গীত পরিচালকদের কথা, সুর ও সঙ্গীত পরিচালনায় বেশ কিছু নতুন গান নিয়মিত তার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হচ্ছে। বর্তমানে অনিরূদ্ধ শুভ’র সুর ও সঙ্গীত পরিচালনায় তার বেশ কিছু নতুন গানের কাজ চলছে। গানগুলো পর্যায়ক্রমে তার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।

শৈলী ও বৈচিত্র্য
আসিফের কণ্ঠে রয়েছে এক ধরনের আবেগময়তা, যা তার গানের কথার গভীরতা আরও বাড়িয়ে তোলে। তিনি মূলত আধুনিক গান, রোমান্টিক, ফোক ফিউশন এবং ইসলামিক সংগীত নিয়ে কাজ করছেন। গান নির্বাচনে তিনি সবসময় চেষ্টা করেন সুর ও কথা যেন মানসম্মত হয় এবং শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিতে পারে।

ডিজিটাল প্ল্যাটফর্মে জয়যাত্রা
প্রযুক্তিনির্ভর যুগে আসিফ খান সফলভাবে ডিজিটাল মাধ্যমকে কাজে লাগিয়ে তার গান পৌঁছে দিয়েছেন দেশ-বিদেশের কোটি কোটি শ্রোতাদের কাছে। নিজস্ব ইউটিউব চ্যানেল অংরভ কযধহ চৎড়ফঁপঃরড়হ থেকে প্রকাশিত প্রতিটি গানেই দেখা যায় নতুন কিছু করার প্রচেষ্টা। অডিও ডিস্ট্রিবিউট প্রতিষ্ঠান “গান বাক্স”র তত্বাবধানে ইউটিউব, স্পটিফাই, অ্যামাজন মিউজিকসহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে তার গানগুলো পাওয়া যাচ্ছে এবং সেখানে লক্ষাধিক ভিউ ও শ্রোতাদের ইতিবাচক মন্তব্য তার জনপ্রিয়তার সাক্ষী।

সরাসরি অনুষ্ঠান ও জনপ্রিয়তা
বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সাংস্কৃতিক উৎসব, এবং টিভি শো-তে সরাসরি গান গেয়ে তিনি অর্জন করেছেন বিপুল জনপ্রিয়তা। মঞ্চে তার প্রাণবন্ত উপস্থিতি ও শ্রোতাদের সঙ্গে সংযোগ স্থাপন করার ক্ষমতা তাকে আরও কাছের মানুষ করে তোলে সঙ্গীতপ্রেমীদের কাছে।

ভবিষ্যৎ পরিকল্পনা
সাংবাদিকদের এক সাক্ষাৎকারে আসিফ বলেন, “আমি বিশ্বাস করি সংগীত হলো আত্মার খোরাক। আমি চেষ্টা করছি প্রতিনিয়ত শিখতে, ভালো গান তৈরি করতে এবং আন্তর্জাতিক মানের কিছু কাজ উপহার দিতে।” ভবিষ্যতে নিজের মৌলিক অ্যালবাম এবং কিছু আন্তর্জাতিক কোলাবোরেশনের পরিকল্পনাও রয়েছে তার।

আসিফ খান এই প্রজন্মের তরুণদের মধ্যে একটি অনন্য নাম, যিনি তার নিষ্ঠা, পরিশ্রম এবং প্রতিভার মাধ্যমে সংগীতাঙ্গনে ইতোমধ্যেই একটি বিশেষ জায়গা তৈরি করেছেন। তার সুরেলা কণ্ঠ, সৃজনশীল চিন্তাভাবনা এবং মানুষের হৃদয় ছুঁয়ে যাওয়ার ক্ষমতা তাকে বাংলাদেশের সংগীতজগতের আগামী দিনের উজ্জ্বল নক্ষত্র হিসেবে গড়ে তুলছে।