ভাষা শহীদ সালাম মেমোরিয়াল কলেজ পরিদর্শনে জাপানের প্রতিনিধি দল

- আপডেট সময় : ৮৬ বার পড়া হয়েছে
দাগনভূঞা ভাষা শহীদ সালাম মেমোরিয়াল কলেজে পরিদর্শনে আসেন জাপানের প্রতিনিধি দল এবং দাগনভূঞাতে জাপানী ভাষা শিক্ষা ইনস্টিটিউট প্রতিষ্ঠার লক্ষে ভাষা শহীদ সালাম কলেজ পরিদর্শন করেন জাপানী প্রতিনিধি দল।
গত রোববার ২২ শে জুন দুপুরে দাগনভূঞা ভাষা শহীদ সালাম কলেজের শিক্ষার্থীদের সাথে সেমিনারে অংশ নেন জাপানী প্রতিনিধি দলটি। তারা জাপানে শ্রমিকদের বেতনকাঠামো, কর্মদক্ষতা, জাপানী ভাষা শিক্ষা ও নিরাপত্তা বিষয়ক বক্তব্য প্রদান করেন। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাপানস্থ কে.এস গ্লোবাল লিমিটেডের প্রতিষ্ঠাতা ও কিগিও কোরিও সেন্টারের সিইও সুমিনো কাজুহিসা।
এ সময় আরো বক্তব্য রাখেন ভাষা শহীদ সালাম মেমোরিয়াল কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বর্তমান নির্বাহী কমিটির সভাপতি আবুল কায়েস রিপন, জাপান সরকারী সংস্থার দোভাষী মাহমুদ জাকের। উপস্থিত ছিলেন অত্র কলেজের প্রতিষ্ঠাতা উদ্যোক্তা ও বিশিষ্ট ব্যবসায়ী সামচ্ছুদ দোহা, অত্র কলেজের অধ্যক্ষ আলমগীর কবির, দাগনভূঞা উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক নাসির উদ্দিন, দাগনভূঞা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন রনি ও বর্তমান সাধারণ সম্পাদক কাজী ইফতেখার, দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটির যুগ্ন সম্পাদক সুমন পাটোয়ারী, শাখাওয়াত হোসেন সহ কলেজের শিক্ষক শিক্ষর্থী, গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ সেমিনারের সার্বিক তত্বাবধানে ছিলেন দাগনভূঞার কৃতি সন্তান জাপান সরকারী সংস্থার দোভাষী জাকের মাহমুদ।