সংবাদ শিরোনাম ::
ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবীতে মানববন্ধন

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
- আপডেট সময় : ০৪:২৩:০৬ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫ ১২ বার পড়া হয়েছে
নীলফামারির ডিমলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে এবং নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন করেছে। ডিমলা উপজেলা জিয়া পরিষদ। ০৩ মে (শনিবার) দুপুরে ডিমলা স্মৃতি অম্লান চত্বরে জিয়া পরিষদের সকল সদস্য ও ডিমলা উপজেলার বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মানববন্ধনে অংশগ্রহন করে। মানববন্ধনে ডিমলা উপজেলা জিয়া পরিষদের আহবায়ক অধ্যক্ষ মো. আব্দুল কাদের এর সঞ্চালনায় মানবন্ধনে বক্তব্য রাখেন নীলফামারী জিয়া পরিষদের আহবায়ক অধ্যাপক আবু সাদেক চৌধুরী লুলু, ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, ডিমলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউজ্জামান রানা, ডিমলা উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আরিফুল ইসলাম লিটন, ডিমলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. গোলাম রব্বানী প্রধান। এসময় আরো উপস্থিত ছিলেন জিয়া পরিষদের সদস্যবৃন্দ ও বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন আইনের প্রতি শ্রদ্ধা রেখে গত ২৯ এপ্রিল ঢাকার আদালতে আত্মসর্মণ করেন। আমরা ভেবেছিলাম এই কেয়ারটেকার সরকারের অধিনে আমরা সুবিচার পাব কিন্তু এখনও ফ্যাসিস সরকারের দোসররা বড়বড় পদে থাকায় আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি । আমাদের প্রিয় নেতাকে মিথ্যা মামলায় জামিন না দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। ডিমলা উপজেলা জিয়া পরিষদের মানবœবন্ধনের মাধ্যমে আমরা জানাতে চাই ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ভাইয়ের সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও অবিলম্বে নিঃশর্ত মুক্তি না দিলে আমরা কঠোর থেকে কঠোর অবস্থান যাবো।
জানা যায়,২০০৭ সালে দুদকের করা মামলায় ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এর নামে মামলা হয়। তিনি দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসনে ছিলেন । ৫ই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকার দেশ থেকে পলায়নের পর গত ২২ এপ্রিল তিনি লন্ডন থেকে দেশে ফিরেন। ঢাকার বিশেষ জজ আদালতে তিনি গত ২৯ এপ্রিল আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত শুনানী শেষে তা নামঞ্জুর করে।