সংবাদ শিরোনাম ::
ইতালিতে বাংলাদেশি কমিউনিটির ঈদ উদযাপন

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
- আপডেট সময় : ০৩:২৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪ ৩৩৮ বার পড়া হয়েছে
ইতালিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি যথাযোগ্য মর্যাদায় ঈদ উদযাপন করেছেন। উটালিতে বসবাসরত কামালউদ্দিন ভূইয়া জানান, তারা বুধবার (১০ এপ্রিল) সেখানে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন।
সেখানে উল্লেখযোগ্য বাংলাদেশি এক সঙ্গে মসজিদে ঈদের জামাতে মিলিত হন। নামাজ শেষে দেশ-জাতি ও মুসল্লিম উম্মাহর জন্য বিশেষ প্রার্থনা করেন। ইতালির রাজধানী রোমসহ দেশটির বিভিন্ন স্থানে ঈদুল ফিতর উদযাপন করা হয়।
কামাল উদ্দিন ভূইয়া বলেন, ইটালিতে তারা সুন্দর এবং আনন্দ উল্লাসের মধ্য দিয়ে ঈদ উদযাপন করেন। ঈদের দিনেই কলেজের তরফে বড় ছেলে শিক্ষা সফরে নিয়ে গেছেন কর্তৃপক্ষ। ছোট সন্তানকে নিয়ে বাড়িতেই আছেন।
ঈদের সকালে নামাজ আদায় করে বাংলাদেশে ভাইসহ স্বজনদের সঙ্গে কথা বলেন মানুষিক তৃপ্তি পেয়েছেন।