ইতালি পাঠানোর নামে তরুণীকে গণধর্ষণ, ৪ দালাল গ্রেপ্তার
- আপডেট সময় : ৮৭ বার পড়া হয়েছে
শহরে ইতালি পাঠানোর প্রলোভন দিয়ে তরুণীকে গণধর্ষণ করেছে ৪ দালাল। ২০ ঘণ্টার মধ্যে সদর থানার সাড়াশি অভিযানে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হল, শহরের মোহনপুর এলাকার শুক্কুর মিয়ার পুত্র শাকিল মিয়া (৩৫), দুর্লভপুর গ্রামের রাজু মিয়ার পুত্র জাফর আলী (৪৫), সুলতান মাহমুদপুর গ্রামের ছাবেদ আলীর পুত্র জাবেদ মিয়া (৩০) ও লোকড়া গ্রামের সহিদ মিয়ার পুত্র আবুল কাশেম (৩৫)।
গত বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও জেলার রাণীশৈংকল উপজেলার মহলবাড়ি গ্রামের মুজিবুর রহমানের কন্যা নির্যাতিতা।
তরুণী আক্ষেপ করে প্রতিনিধিকে জানান, ফেসবুকে শাকিল মিয়ার সাথে তার পরিচয় হয়।
এ সুযোগে তাদের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে শাকিল মিয়া তাকে ইতালি পাঠানোর প্রলোভন দেয়। সে তার স্বামীকে না জানিয়ে গত ৩০ সেপ্টেম্বর কুমিল্লা ক্যানন্টমেন্ট এলাকার তার স্বামীর বাসা থেকে বাসযোগে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ আসে। সেখান থেকে দুপুরে ৪ দালাল তাকে হবিগঞ্জ পাসপোর্ট অফিসে নিয়ে আসে এবং ছবি, আইডি নিয়ে পাসপোর্ট আবেদন করে তৈরি করে। পরে জানায়, অফিস বন্ধ হয়ে গেছে কাল জমা দিবে। সন্ধ্যা হয়ে গেলে দালালরা মোহনপুরে শাকিলের বাসায় নিয়ে যায়। সেখানে কোনো কিছু করতে না পেরে তাকে ৩০ সেপ্টেম্বর রাত ১০টার দিকে দুর্লভপুর গ্রামের এক পরিত্যক্ত বাড়ি নিয়ে যায় এবং অস্ত্রের ভয় দেখিয়ে একাধিকবার ৪ জন ধর্ষণ করে।
পরে তাকে দুর্লভপুরের রাস্তায় রেখে পালিয়ে যায়। কয়েকজন পথচারী তাকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করে বাসস্ট্যান্ড এলাকার একটি দোকানে রেখে যায়। পুলিশকে খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তার জবানবন্দি শুনে সদর থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহীন মামলা রুজু করে কোর্ট স্টেশন ফাঁড়ির ইনচার্জ মফিজুর রহমানকে দায়িত্ব দেন।
অভিযান চালিয়ে ৪ দালালকে গ্রেফতার করে। তারা ঘটনার কথা স্বীকার করেছে। অসুস্থ ওই নারী পুলিশ হেফাজতে আছে। তাকে ডাক্তারী পরীক্ষা ও জবানবন্দি শেষে জিম্মায় দেয়া হবে বলে পুলিশ জানিয়েছে।
বৃহস্পতিবার বিকালে গ্রেফতারকৃত 8 জনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, এরকম প্রায়ই ইউরোপ পাঠানোর নামে এক শ্রেণির দালালদের এনে ধর্ষণ সহ টাকা পয়সা নিয়ে চম্পট দেয়।
এ বিষয়ে সদর থানার ওসি শাহাবুদ্দিন শাহীন জানান, পুলিশ সকল আসামিকে গ্রেফতার করেছে।




















