ইন্দুরকানীতে দিনমজুর মিজানের লাশ উদ্ধার
- আপডেট সময় : ২০ বার পড়া হয়েছে
পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়নের সাঈদখালীর আব্দুল খালেকের ভবনের দোতলা থেকে মিজান নামক জনৈক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
গতকাল বুধবার সাঈদখালী গ্রামের খালেক শেখের বাড়ীর ভবনে, তার ছেলে মহারাজের ব্যবহৃত দোতলা থেকে মিজান হোসেন (৪০) এর মরদেহ উদ্ধার করেছে ইন্দুরকানী থানা পুলিশ।
সরেজমিনে জানা গেছে, নিহত মিজান হোসেন পেশায় একজন রাজমিস্ত্রী। তিনি কালাইয়া সরকারী আবাসনে স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। যখন রাজমিস্ত্রীর কাজ থাকতো না তখন স্থানীয় জেলেদের সাথে গভীর সমুদ্রে ধাছ ধরতেন।
সেই সুবাদে ট্রলারের মালিক আঃ খালেক শেখের ছেলে মহারাজের নিকট থেকে দাদন বাবদ প্রায় চারমাস আগে পাঁচ হাজার টাকা গ্রহন করে। দাদনের টাকা নেয়ার পর থেকে তিনি এবং তার স্ত্রী আবাসনে অনুপস্থিত ছিলেন।
শাশুরীর মৃত্যুর সংবাদে শুনে মঙ্গলবার মিজান হোসেন আবাসনে আসেন। মিজানের আগমনের কথা জানতে পেরে আব্দুল খালেকের ছেলে মহারাজ ও শাহীনের নেতৃত্বে সঙ্গীয় ৪/৫ জন লোক নিয়ে কালাইয়া আবাসনে মিজানের নিজ ঘর থেকে তাকে জোর করে তুলে নিয়ে আসে।
মহারাজের মা মেহেরুন বেগম জানান, আমি বাড়ীতে ছিলাম না। বুধবার বিকেলে বাড়ীতে ফিরে এসে ঘটনাটি শুনতে পেরে ঘরের দোতলায় গিয়ে অচেতন অবস্থায় দেখতে পাই। পরে স্থানীয় ফরিদ, জামালসহ কয়েকজনকে ডাকলে তারা এসে তাকে মৃত্যু অবস্থায় পায়। পরে আমরা ইন্দুরকানী থানায় সংবাদ দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ইন্দুরকানী থানার এসআই প্রশান্ত বালা জানান, ঘটনাটি শুনে আমরা ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করি। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারন জানানো যাবে।
স্হানীয় সূত্রে জানা গেছে, মিজানকে তুলে আনার পর মহারাজের নেতৃত্বে তার সঙ্গীয়রা মিজানকে মারধরের একপর্যায় অসুস্থ হয়ে পড়লে তাকে দোতলায় আটকে রাখে। পরে সে মারা যায়।

















