সংবাদ শিরোনাম ::
ইসলামী বিশ্ববিদ্যালয়ে কালীগঞ্জ ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (ঊষা) র আয়োজনে নবীনবরণ, প্রবীণ বিদায় ও পুনর্মিলনী অনুষ্ঠিত
নজরুল ইসলাম , ঝিনাইদহ
- আপডেট সময় : ১৫৯ বার পড়া হয়েছে
“ঊষার আলোয় আলোকিত হোক আগামীর কালীগঞ্জ “এই স্লোগানকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, প্রবীণ বিদায় ও পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২৭সেপ্টেম্বর শনিবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান টিএসসি অডিটোরিয়াম থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয় ।র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। পরে ইসলামী বিশ্ববিদ্যালয় ঊষার সভাপতি মেজবাউর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইচ চ্যান্সেলর প্রফেসর ডক্টর নকীব মোহাম্মদ নাসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রো-ভাইচ চ্যান্সেলর প্রফেসর ডক্টর এম ইয়াকুব আলী , প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঊষার উপদেষ্টা ও শ্বেচ্ছাসেবক দলের সিনিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, বিশেষ অতিথি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ডক্টর জাহাঙ্গীর আলম,ইসলামী বিশ্ববিদ্যালয়ের চীফ মেডিকেল অফিসার ডা.সিরাজুল ইসলাম, ঊষার স্থায়ী উপদেষ্টা অমলেন্দু পাল সাধন, ঊষার উপদেষ্টা মোস্তফা মোর্শেদ তোতা, উষার উপদেষ্টা ও দৈনিক নবচিত্র পত্রিকার ভ্রাম্যমান প্রতিনিধি ওলিয়ার রহমান, ঊষার সাধারণ সম্পাদক আশিকুর রহমান। এছাড়ও ঊষার উপদেষ্টা, বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।প্রধান আলোচক সাইফুল ইসলাম ফিরোজ বলেন, উষা একটি ঐতিহ্যবাহী সংগঠন। ইসলামী বিশ্ববিদ্যালয়ে কালীগঞ্জ উপজেলার প্রায় ৩০০ ছেলে -মেয়ে লেখাপড়া করে। উষার পক্ষ থেকে আমার দাবি, বিশ্ববিদ্যালয়ের ডিসি মহোদয় বিশ্ববিদ্যালয়ের গাড়ি কালিগঞ্জ পর্যন্ত সম্প্রসারণ করবেন। বিশ্ববিদ্যালয়ের ভিসি এ ক্ষেত্রে ইতিবাচক মতামত দেন এবং তা দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন ।
















