ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে ইসলামপুরে গ্রাহক ফোরামের মানববন্ধন
- আপডেট সময় : ১৪৩ বার পড়া হয়েছে
ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের অবৈধ নিয়োগ ও দখলদারিত্ব বাতিলের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক জামালপুরের ইসলামপুর শাখার গ্রাহক ফোরাম মানববন্ধন করেছে।
সোমবার (৬অক্টোবর) সকালে ইসলামপুর ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরামের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম গ্রুপের প্রভাবে ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ দেওয়া হয়েছে। তারা এসব নিয়োগ বাতিল করে সারা দেশ থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে সৎ ও যোগ্য প্রার্থী নিয়োগের দাবি জানান।
এসময় ইসলামী ব্যাংকের গ্রাহক অব্দুর রহমান ওমর অভিযোগ করে বলেন, এস আলম ইসলামী ব্যাংক দখলের পর ২০১৭ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত বিভিন্ন পদে অবৈধভাবে চট্টগ্রামের ৭ হাজার ২২৪ জনকে নিয়োগ দিয়েছে, যার মধ্যে ৪ হাজার ৫০০ জনের বেশি পটিয়া উপজেলার। দেশের ৬৩ জেলার প্রার্থীদের বঞ্চিত রেখে এক জেলার প্রার্থীদের প্রাধান্য দেওয়ায় ব্যাংকের সেবার মান ও প্রশাসনিক শৃঙ্খলা ভেঙে পড়েছে।
ইসলামপুর বাজারের মিল মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ মনির হোসেন বলেন, এস আলমের সময় নিয়োগ পাওয়া অধিকাংশ কর্মী গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং পেশাদার সেবা দিতে অক্ষম। এসব অবৈধ নিয়োগ বাতিল করে সারা দেশ থেকে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করতে হবে। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন আব্দুর রহিম, ইসমাইল হোসেন লেমন, মাহমুদ, মনিরুজ্জামান প্রমুখ।





















