ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

ঈশ্বরগঞ্জে রোকেয়া দিবস পালিত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ১২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং ওয়েভ এর সহযোগিতায় বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ওয়েভ ও মহিলা বিষয়ক অধিদপ্তর শহরে এক বর্ণাঢ্য বের করে । র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে এক মানববন্ধন কর্মসূচী পালন করে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান। তিনি বলেন, বেগম রোকেয়া ছিলেন নারী জাগরণের অগ্রদূত। তিনি কুসংস্কারের প্রথা ভেদ করে নারী শিক্ষার আলোকবর্তিকা হিসেবে আর্বিভূত হয়েছিলেন। শিক্ষা জীবন শেষে স্বামী সাথাওয়াত হোসেন গার্লস মেমোরিয়াল স্কুল স্থাপন করে নারী শিক্ষার যাত্রা শুরু করেন। আমাদের নারী সমাজকে অন্ধকারে রেখে উন্নত দেশ গড়া সম্ভব নয়। আমাদের নারী শিক্ষাকে এগিয়ে নিতে অভিভাবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। নারীরা যদি শিক্ষিত হয়ে কর্মজীবনে প্রবেশ করতে পারে তাহলে বহুলাংশে নারী নির্যাতন হ্রাস পাবে। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূইয়া মনি, পিএফজির কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম তালুকদার, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান, কৃষি কর্মকর্তা রিপা রানী চৌহান, পিএফজি সদস্য শেফালি হামিদ, অদম্য নারী রহিমা খাতুন প্রমুখ। অনুষ্ঠানে অর্থনৈতিক ভাবে সাফল্যের জন্য শরিফা বেগম, সফল জননী হিসেবে খায়রুন নাহার, জীবন সংগ্রামে জয়ী আয়েশা আক্তার ও সমাজ উন্নয়নে রহিমা খাতুনকে অদম্য নারী হিসেবে সম্মাননা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঈশ্বরগঞ্জে রোকেয়া দিবস পালিত

আপডেট সময় :

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং ওয়েভ এর সহযোগিতায় বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ওয়েভ ও মহিলা বিষয়ক অধিদপ্তর শহরে এক বর্ণাঢ্য বের করে । র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে এক মানববন্ধন কর্মসূচী পালন করে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান। তিনি বলেন, বেগম রোকেয়া ছিলেন নারী জাগরণের অগ্রদূত। তিনি কুসংস্কারের প্রথা ভেদ করে নারী শিক্ষার আলোকবর্তিকা হিসেবে আর্বিভূত হয়েছিলেন। শিক্ষা জীবন শেষে স্বামী সাথাওয়াত হোসেন গার্লস মেমোরিয়াল স্কুল স্থাপন করে নারী শিক্ষার যাত্রা শুরু করেন। আমাদের নারী সমাজকে অন্ধকারে রেখে উন্নত দেশ গড়া সম্ভব নয়। আমাদের নারী শিক্ষাকে এগিয়ে নিতে অভিভাবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। নারীরা যদি শিক্ষিত হয়ে কর্মজীবনে প্রবেশ করতে পারে তাহলে বহুলাংশে নারী নির্যাতন হ্রাস পাবে। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূইয়া মনি, পিএফজির কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম তালুকদার, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান, কৃষি কর্মকর্তা রিপা রানী চৌহান, পিএফজি সদস্য শেফালি হামিদ, অদম্য নারী রহিমা খাতুন প্রমুখ। অনুষ্ঠানে অর্থনৈতিক ভাবে সাফল্যের জন্য শরিফা বেগম, সফল জননী হিসেবে খায়রুন নাহার, জীবন সংগ্রামে জয়ী আয়েশা আক্তার ও সমাজ উন্নয়নে রহিমা খাতুনকে অদম্য নারী হিসেবে সম্মাননা প্রদান করা হয়।