ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

উখিয়ায় তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : ২০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর বিশেষ অভিযানে এক লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য তিন কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)–এর সদস্যরা গতকাল শনিবার বালুখালী সীমান্ত এলাকায় এই অভিযান চালান।
বিজিবি সূত্র জানায়, রাত সাড়ে নয়টার দিকে বালুখালী বিওপি–এর একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার বিপি–২৮–এর উত্তর-পশ্চিমে শিয়ালিপাড়া এলাকায় অবস্থান নেয়। রাত ১০টার দিকে মিয়ানমার সীমান্তের দিক থেকে দুজন ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে টহলদল। বিজিবি সদস্যরা তাঁদের চ্যালেঞ্জ করলে ওই ব্যক্তিরা হাতে থাকা একটি প্যাকেট ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
পরে টহলদল এলাকাটি তল্লাশি করে ধানক্ষেতে ফেলে রাখা একটি সাদা পলিব্যাগ উদ্ধার করে। ব্যাগের ভেতরে নীল রঙের ১০টি প্যাকেটে মোট এক লাখ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
অভিযানের পর রাতভর এলাকায় বিজিবি সদস্যরা চিরুনি অভিযান চালান। তবে মাদক চোরাকারবারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বলেন, “মাদক চোরাকারবারীদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”
তিনি আরও বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সবসময় কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
বিজিবি সূত্রে জানা যায়, রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষা, মাদক দমন ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক এই সফল অভিযান পরিচালিত হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

উখিয়ায় তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার

আপডেট সময় :

কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর বিশেষ অভিযানে এক লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য তিন কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)–এর সদস্যরা গতকাল শনিবার বালুখালী সীমান্ত এলাকায় এই অভিযান চালান।
বিজিবি সূত্র জানায়, রাত সাড়ে নয়টার দিকে বালুখালী বিওপি–এর একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার বিপি–২৮–এর উত্তর-পশ্চিমে শিয়ালিপাড়া এলাকায় অবস্থান নেয়। রাত ১০টার দিকে মিয়ানমার সীমান্তের দিক থেকে দুজন ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে টহলদল। বিজিবি সদস্যরা তাঁদের চ্যালেঞ্জ করলে ওই ব্যক্তিরা হাতে থাকা একটি প্যাকেট ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
পরে টহলদল এলাকাটি তল্লাশি করে ধানক্ষেতে ফেলে রাখা একটি সাদা পলিব্যাগ উদ্ধার করে। ব্যাগের ভেতরে নীল রঙের ১০টি প্যাকেটে মোট এক লাখ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
অভিযানের পর রাতভর এলাকায় বিজিবি সদস্যরা চিরুনি অভিযান চালান। তবে মাদক চোরাকারবারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বলেন, “মাদক চোরাকারবারীদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”
তিনি আরও বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সবসময় কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
বিজিবি সূত্রে জানা যায়, রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষা, মাদক দমন ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক এই সফল অভিযান পরিচালিত হয়।