ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo আসন্ন নির্বাচন সহজ হবে না, সতর্ক থাকতে বললেন তারেক রহমান Logo নুরাল পাগলের ভক্ত রাসেল হত্যায় ৪ হাজার আসামীর বিরুদ্ধে মামলা- গ্রেফতার ২ Logo ত্রিশালে মোটরসাইকেল চাপায় নারী নিহত Logo চাঁদপুরে কোস্টগার্ডের ধাওয়ায় পালিয়ে গেল ডাকাত দল, দেশীয় অস্ত্র জব্দ Logo পীরগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক সভা অনুষ্ঠিত Logo নরসিংদীতে গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ Logo কুড়িগ্রামের সাবেক ডিসিকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট Logo নাটোরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় Logo উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৯০ হাজার ইয়াবা পিস উদ্ধার Logo টেকনাফে বিজিবি অভিযানে ২ কিশোর উদ্ধার ও ১ মানব পাচারকারী আটক

উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৯০ হাজার ইয়াবা পিস উদ্ধার

এস এম হুমায়ুন কবির, কক্সবাজার
  • আপডেট সময় : ৮৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার জেলার উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৬৪ ব্যাটালিয়নের পৃথক মাদকবিরোধী বিশেষ অভিযানে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার (০৮ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত পরিচালিত অভিযানে সর্বমোট ১ লাখ ৯০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি এ তথ্য নিশ্চিত করেন।
প্রথম অভিযানটি পরিচালিত হয় ০৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী সীমান্তের আঞ্জুমান পাড়ার পানির পয়েন্ট এলাকায় বিজিবি টহল জোরদার করে। এসময় মিয়ানমার দিক থেকে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি নাফ নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাদের আটকানোর চেষ্টা করে। উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালানোর সময় একটি কালো ব্যাগ ও একটি শার্টে মোড়ানো পোটলা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে সেগুলো তল্লাশি করে খাকি প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী ৯ কাটে মোট ৯০,০০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরের দিন ০৯ সেপ্টেম্বর ভোর ৬টা থেকে পালংখালী সীমান্তে আরেকটি বিশেষ অভিযান পরিচালিত হয়। আনুমানিক সকাল ৯টা ৩০ মিনিটে মিয়ানমার দিক থেকে সন্দেহজনক দুই ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে বিজিবি তাদের দিকে অগ্রসর হয়। তখন চোরাকারবারীরা সাঁতার কেটে মায়ানমারে পালিয়ে যায়, কিন্তু তাদের হস্ত চালিত নৌকা বাংলাদেশের অভ্যন্তরে রেখে যায়। নৌকা তে থাকা থাকা সাদা পলিব্যাগ তল্লাশি করে খাকি রঙের প্যাকেটের ভেতরে নীল রঙের বায়ুরোধী ১০ কাটে মোট ১ লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, “পালাতক মাদক চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।”
তিনি আরও বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা এবং মাদকসহ নানা অবৈধ কার্যক্রম দমনে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আসছে। এসব অভিযানের মাধ্যমে উখিয়াবাসীর মধ্যে আস্থা ও স্বস্তি ফিরে এসেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৯০ হাজার ইয়াবা পিস উদ্ধার

আপডেট সময় :

কক্সবাজার জেলার উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৬৪ ব্যাটালিয়নের পৃথক মাদকবিরোধী বিশেষ অভিযানে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার (০৮ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত পরিচালিত অভিযানে সর্বমোট ১ লাখ ৯০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি এ তথ্য নিশ্চিত করেন।
প্রথম অভিযানটি পরিচালিত হয় ০৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী সীমান্তের আঞ্জুমান পাড়ার পানির পয়েন্ট এলাকায় বিজিবি টহল জোরদার করে। এসময় মিয়ানমার দিক থেকে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি নাফ নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাদের আটকানোর চেষ্টা করে। উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালানোর সময় একটি কালো ব্যাগ ও একটি শার্টে মোড়ানো পোটলা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে সেগুলো তল্লাশি করে খাকি প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী ৯ কাটে মোট ৯০,০০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরের দিন ০৯ সেপ্টেম্বর ভোর ৬টা থেকে পালংখালী সীমান্তে আরেকটি বিশেষ অভিযান পরিচালিত হয়। আনুমানিক সকাল ৯টা ৩০ মিনিটে মিয়ানমার দিক থেকে সন্দেহজনক দুই ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে বিজিবি তাদের দিকে অগ্রসর হয়। তখন চোরাকারবারীরা সাঁতার কেটে মায়ানমারে পালিয়ে যায়, কিন্তু তাদের হস্ত চালিত নৌকা বাংলাদেশের অভ্যন্তরে রেখে যায়। নৌকা তে থাকা থাকা সাদা পলিব্যাগ তল্লাশি করে খাকি রঙের প্যাকেটের ভেতরে নীল রঙের বায়ুরোধী ১০ কাটে মোট ১ লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, “পালাতক মাদক চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।”
তিনি আরও বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা এবং মাদকসহ নানা অবৈধ কার্যক্রম দমনে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আসছে। এসব অভিযানের মাধ্যমে উখিয়াবাসীর মধ্যে আস্থা ও স্বস্তি ফিরে এসেছে।