উখিয়ায় র্যাব-১৫’র অভিযানে যাবজ্জীবনসহ দুই পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
- আপডেট সময় : ৪২ বার পড়া হয়েছে
কক্সবাজারের উখিয়ায় মাদক মামলায় যাবজ্জীবন ও সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দুই পলাতক আসামিকে পৃথক অভিযানে গ্রেফতার করেছে র্যাব-১৫। গত ২৬ ও ২৭ নভেম্বর রাতে র্যাব-১৫ সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫’র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক।
র্যাব জানায়, প্রথম অভিযানে উখিয়ার হাজির পাড়া এলাকা থেকে মাদক মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শাহজাহান (৩২)-কে গ্রেফতার করা হয়। পরে তেলখোলা এলাকা থেকে একই মামলায় ৫ বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আরেক পলাতক আসামি রুপন কুমার চাকমা (২৫)-কে আটক করে র্যাব-১৫।
গ্রেফতার শাহজাহান উখিয়ার হাজির পাড়া মগডেবা ঘোনার পাড়ার বাসিন্দা। আর রুপন কুমার চাকমা তেলখোলা চাকমা পাড়ার স্থানীয় বাসিন্দা বলে জানায় র্যাব।
সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক আরও জানান, সন্ত্রাস, মাদক ও চোরাচালান প্রতিরোধে র্যাবের নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।



















