উখিয়া ইয়াবাসহ যুবক আটক
- আপডেট সময় : ১৭৯ বার পড়া হয়েছে
কক্সবাজারের উখিয়ায় অভিনব কায়দায় পেটে ইয়াবা বহনকালে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় তার পেট থেকে ৩,২২৮ (তিন হাজার দুইশত আটাশ) পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গত শনিবার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এ অভিযান পরিচালনা করে। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপি সীমান্তবর্তী এলাকায় বিশেষ টহল পরিচালনা করা হয়। এসময় লাল রঙের পালসার মোটরসাইকেলযোগে এক ব্যক্তিকে সন্দেহভাজন মনে হলে তাকে আটক করা হয়। পরে তাকে স্থানীয় “তাজমান ডায়াগনস্টিক সেন্টারে” নিয়ে এক্স-রে করা হলে তার পেটে ইয়াবা থাকার বিষয়টি নিশ্চিত হয়।
পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত কুষ্টিয়ার তাহের মন্ডল পুত্র আশিক মন্ডল (২৪) স্বীকার করে যে কৌশলে ইয়াবা পেটের ভেতরে বহন করছিল। চিকিৎসকের পরামর্শে তাকে ঔষধ খাওয়ানো হলে তার শরীর থেকে লাল টেপে মোড়ানো ৬৫টি পোটলা বের হয়, যার ভেতরে মোট ৩,২২৮ পিস ইয়াবা পাওয়া যায়।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নে ল জসীম উদ্দিন, পিএসসি আরও জানান, আসামী স্বীকার করেছে যে উখিয়ার পালংখালী এলাকা থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কুষ্টিয়ায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। উদ্ধারকৃত ইয়াবা, মোটরসাইকেল ও আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর উখিয়া থানায় হস্তান্তর করা হবে।
বিজিবির এ কর্মকর্তা বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধেও বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
















