সংবাদ শিরোনাম ::
উত্তর বিশ্বনাথ আমজাদ উল্লাহ কলেজ কমিটির সভাপতি হলেন বিএনপি নেতা ময়নুল হক

রোহেল উদ্দিন, বিশ্বনাথ (সিলেট)
- আপডেট সময় : ২ বার পড়া হয়েছে
সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উত্তর বিশ্বনাথ আমজাদ উল্লাহ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পরিচিত মুখ মো. ময়নুল হক।
দলীয় রাজনীতিতে সুদীর্ঘ সময় ধরে সক্রিয় ভূমিকা রেখে আসা ময়নুল হক সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য জননেতা এম. ইলিয়াস আলীর দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী ও একান্ত সচিব ছিলেন।
প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে সম্প্রতি তাকে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে মনোনয়ন প্রদান করা হয়েছে।
একইসঙ্গে, কলেজের নতুন অ্যাডহক কমিটির বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন প্রভাষক মোনায়েম খান। শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় এই প্রভাষকের অন্তর্ভুক্তি কলেজের সার্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।