জুড়ী নিরোদ বিহারী উচ্চ বিদ্যালয়
উপবৃত্তির শিক্ষার্থী থেকে নেওয়া হচ্ছে বেতন
- আপডেট সময় : ৪৫৮ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের জুড়ী উপজেলার নিরোদ বিহারী উচ্চ বিদ্যালয়ে উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে অতিরিক্ত টাকা। সরকার দারিদ্র শিক্ষার্থীদের পড়ালেখার সুযোগ করে দিলেও বঞ্চিত হচ্ছে উপবৃত্তির তালিকায় থাকা নিরোদ বিহারী উচ্চ বিদ্যালয় এর শিক্ষার্থী, তানিয়া আক্তার ৭ম শ্রেণী (ক) শাখা রোল নং ৩৬, তাওহিদুল ইসলাম ৬ষ্ঠ শ্রেণী (খ)শাখা।রিমা বেগম দশম শ্রেণী রোল নং ২৬, গত অর্ধ বার্ষিক পরীক্ষার সময়ে ৬ষ্ঠ থেকে নবম শ্রেণীর উপবৃত্তির সকল শিক্ষার্থী থেকে প্রতিমাসে ৬০(ষাট) টাকা করে আদায় করে আসছেন। বছরের প্রথমে ভর্তির সময় বার্ষিক উন্নয়ন বাবত ২০০(দুইশত) টাকা, এ বছর উত্তীর্ণ হওয়া শিক্ষার্থী জাহানারা জান্নাত তাসলিমা পিতা নাসির উদ্দিন এর থেকে মার্কশিট বাবদ ২০০ (দুইশত) টাকা দাবি করেন বিদ্যালয়ের অফিস সহায়ক সুজিত চন্দ্র দাস। এ ব্যাপারে প্রধান শিক্ষক মিনাল কান্তি দাস এর সাথে মুঠো ফোনে জানতে চাইলে অপারগতা প্রকাশ করেন,১-৯-২০২৫ ইং তারিখে শিক্ষকদের অনিওমের বিরোদ্ধে গণসাক্ষরিত লিখিত অভিযোগ হয়। জুড়ী উপজেলা ইউ এনও বাবলু সুত্রধর এর মুঠো ফোনে কলদিয়ে যোগাযোগ করা যায়নি।

















