ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড-এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ৮৫৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সামাজিক সংগঠন ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড ও এলামনাই অ্যাসোসিয়েশন-এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী। গতকাল ১৮ জুলাই ২০২৫ ইং রাজধানীর রাজকীয় ভেন্যু র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন-এর বলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন দেশের খ্যাতনামা শিক্ষাবিদ, শীর্ষস্থানীয় কর্পোরেট ব্যক্তিত্ব, ক্লাব সদস্য এবং গণ্যমান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান।

অনুষ্ঠান সূচনা হয় ধর্মগ্রন্থ পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। এরপর মঞ্চ মাতিয়ে তোলেন ধৃতি নৃত্যালয়ের শিল্পীবৃন্দ ও ওয়ার্দা রিহাব-এর মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা। স্বাগত বক্তব্য প্রদান করেন ক্লাবের সভাপতি মুকলেছুর রহমান, যেখানে তিনি ক্লাবের চার বছরের যাত্রা, অর্জন ও ভবিষ্যৎ দিকনির্দেশনা তুলে ধরেন।

এরপর একে একে বক্তব্য প্রদান করেন—

মুহাম্মদ নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক, ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড

ড. মোহাম্মদ তোফিকুল ইসলাম, চেয়ারম্যান, ম্যানেজমেন্ট বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

শামীম হোসেন, সভাপতি, ঢাকা ক্লাব লিমিটেড

ফারুক হাসান, ব্যবস্থাপনা পরিচালক, জায়ান্ট গ্রুপ এবং সাবেক সভাপতি, বিজিএমইএ

প্রফেসর ড. মামুন আহমেদ, প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক), ঢাকা বিশ্ববিদ্যালয়

বক্তারা ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং একাডেমিয়া ও কর্পোরেটের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন রচনায় এর অবদানকে অনুকরণীয় বলে উল্লেখ করেন।

প্রধান অতিথি প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান তার বক্তব্যে বলেন:

“ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব নেতৃত্ব বিকাশের এক অনন্য প্ল্যাটফর্ম। এখানকার সদস্যরা ভবিষ্যতে দেশ ও সমাজে গঠনমূলক পরিবর্তনে অগ্রণী ভূমিকা রাখবে — এ আমার দৃঢ় বিশ্বাস।”

এরপর সম্মানিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেন ক্লাবের সভাপতি মুকলেছুর রহমান।

রাতের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল জনপ্রিয় ব্যান্ড “মাইলস”-এর লাইভ পারফরম্যান্স, যা পুরো অনুষ্ঠানস্থলে আনন্দ-উল্লাস ছড়িয়ে দেয়।

সমাপ্তিতে অনুষ্ঠিত হয় র‍্যাফেল ড্র, যেখানে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় নানান আকর্ষণীয় উপহার।

ধন্যবাদ জ্ঞাপন করেন ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. রেজাউল বিল্লাহ শিমুল।

ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড-এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ছিল এক অসাধারণ, প্রাণবন্ত ও সম্প্রীতিমূলক আয়োজন — যা ক্লাবের সদস্যদের মধ্যে বন্ধনকে আরও সুদৃঢ় করবে এবং আগামী দিনের পথচলায় প্রেরণা জোগাবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড-এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী

আপডেট সময় :

বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সামাজিক সংগঠন ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড ও এলামনাই অ্যাসোসিয়েশন-এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী। গতকাল ১৮ জুলাই ২০২৫ ইং রাজধানীর রাজকীয় ভেন্যু র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন-এর বলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন দেশের খ্যাতনামা শিক্ষাবিদ, শীর্ষস্থানীয় কর্পোরেট ব্যক্তিত্ব, ক্লাব সদস্য এবং গণ্যমান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান।

অনুষ্ঠান সূচনা হয় ধর্মগ্রন্থ পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। এরপর মঞ্চ মাতিয়ে তোলেন ধৃতি নৃত্যালয়ের শিল্পীবৃন্দ ও ওয়ার্দা রিহাব-এর মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা। স্বাগত বক্তব্য প্রদান করেন ক্লাবের সভাপতি মুকলেছুর রহমান, যেখানে তিনি ক্লাবের চার বছরের যাত্রা, অর্জন ও ভবিষ্যৎ দিকনির্দেশনা তুলে ধরেন।

এরপর একে একে বক্তব্য প্রদান করেন—

মুহাম্মদ নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক, ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড

ড. মোহাম্মদ তোফিকুল ইসলাম, চেয়ারম্যান, ম্যানেজমেন্ট বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

শামীম হোসেন, সভাপতি, ঢাকা ক্লাব লিমিটেড

ফারুক হাসান, ব্যবস্থাপনা পরিচালক, জায়ান্ট গ্রুপ এবং সাবেক সভাপতি, বিজিএমইএ

প্রফেসর ড. মামুন আহমেদ, প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক), ঢাকা বিশ্ববিদ্যালয়

বক্তারা ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং একাডেমিয়া ও কর্পোরেটের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন রচনায় এর অবদানকে অনুকরণীয় বলে উল্লেখ করেন।

প্রধান অতিথি প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান তার বক্তব্যে বলেন:

“ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব নেতৃত্ব বিকাশের এক অনন্য প্ল্যাটফর্ম। এখানকার সদস্যরা ভবিষ্যতে দেশ ও সমাজে গঠনমূলক পরিবর্তনে অগ্রণী ভূমিকা রাখবে — এ আমার দৃঢ় বিশ্বাস।”

এরপর সম্মানিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেন ক্লাবের সভাপতি মুকলেছুর রহমান।

রাতের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল জনপ্রিয় ব্যান্ড “মাইলস”-এর লাইভ পারফরম্যান্স, যা পুরো অনুষ্ঠানস্থলে আনন্দ-উল্লাস ছড়িয়ে দেয়।

সমাপ্তিতে অনুষ্ঠিত হয় র‍্যাফেল ড্র, যেখানে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় নানান আকর্ষণীয় উপহার।

ধন্যবাদ জ্ঞাপন করেন ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. রেজাউল বিল্লাহ শিমুল।

ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড-এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ছিল এক অসাধারণ, প্রাণবন্ত ও সম্প্রীতিমূলক আয়োজন — যা ক্লাবের সদস্যদের মধ্যে বন্ধনকে আরও সুদৃঢ় করবে এবং আগামী দিনের পথচলায় প্রেরণা জোগাবে।