একটি গাছ লাগানো মানে ভবিষ্যতের জন্য আশার বীজ বপন করা :এড এম এ হান্নান খান
- আপডেট সময় : ৩১ বার পড়া হয়েছে
ময়মনসিংহ মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক, ময়মনসিংহ জেলা চার দলীয় ও বিশ দলীয় জোটের সাবেক সমন্বয়কারী ও ময়মনসিংহ জেলা কৃষকদলের নির্বাচিত সাংগঠনিক সম্পাদক এডভোকেট এম.এ হান্নান খান বলেন, একটি গাছ লাগানো মানে ভবিষ্যতের জন্য আশার বীজ বপন করা। তাই আমরা বৃক্ষ রোপনে সোচ্চার হই। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চলমান গ্রীণ ময়মনসিংহ ক্যাম্পেইনের উদ্যোগে বৃক্ষ রোপন ও বৃক্ষ বিতরণ কর্মসূচীর অংশ হিসেবে পহেলা নভেম্বর গত শনিবার বিকাল থেকে রাত পর্যন্ত নগরীর ১১,১২ ও ১৩ নং ওয়ার্ড এলাকার বাশবাড়ি কলোনী, ছত্রিশবাড়ী কলোনী, নওমহল চান্দুর দোকানের মোড়ে টানা বৃষ্টি উপেক্ষা করে বৃক্ষ রোপন ও বৃক্ষ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা হানিফ সরকার, ইকবাল সরকার, কামাল চৌধুরী শামছু, গ্রীণ ময়মনসিংহ ক্যাম্পেইন সদস্য, রাফায়েত খান রাফা,রাজমিক খান রাহি, রৌদ্র, মারুফ, সালমান, ইলহাম ও শের আলমসহ প্রমুখ।



















