সংবাদ শিরোনাম ::
“একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি হবিগঞ্জ জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা”

আব্দুল নুর বাবুল হবিগঞ্জ প্রতিনিধি
- আপডেট সময় : ০২:৩৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ ৬২ বার পড়া হয়েছে
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে হবিগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে হবিগঞ্জ জেলা পুলিশ ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন পেশাজীবির ব্যক্তিবর্গ, জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণসহ বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ। উল্লেখ্য, সর্বস্তরের মানুষ যাতে নির্বিঘ্নে শহিদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে পারে সে লক্ষে হবিগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় জেলা পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।