সিলেটের ওসমানীনগরে ট্রাক-প্রাইভেট কার সংঘর্ষ
এক পরিবারের ৪ জনের করুণ মৃত্যু

- আপডেট সময় : ০১:৫৩:০৯ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫ ১০০ বার পড়া হয়েছে
সিলেটের ওসমানীনগর উপজেলায় উনিশ মাইল নামক স্থানে মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে ঘটনাস্থলেই দুজন প্রাণ হারান, বাকিরা হাসপাতালে নেওয়ার পথে মারা যান। গত রোববার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা, ঘন কুয়াশার কারণে চালকরা ভালোভাবে রাস্তা দেখতে না পাওয়ায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন: শামীমা ইয়াসমিন (৩৮) রূপগঞ্জ থানার আমইল্লা গ্রামের মোসলে উদ্দিন ভূঁইয়ার মেয়ে সায়মা আক্তার ইতি (৩৫) শামীমার ছোট বোন আয়ন (৬) সায়মার ছেলে সুহেল ভূঁইয়া (৩৮) – রূপগঞ্জ থানার মোগড়াপাড়া গ্রামের মিলন ভূঁইয়ার ছেলে নিহত সবাই সম্পর্কে ভাই-বোন ও বোনের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহতরা হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে প্রাইভেট কারে (ঢাকা মেট্রো-গ ২৯-৬৮৩০) সিলেট আসছিলেন। পথিমধ্যে ওসমানীনগরের উনিশ মাইল নামক স্থানে সিলেটগামী একটি ট্রাকের (ঝিনাইদহ-ট ১১-০৮৫৭) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুজন মারা যান।
খবর পেয়ে ওসমানীনগর থানা, শেরপুর হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের দুটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তবে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে এবং পরে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের সার্কেল এসপি (ওসমানীনগর-বিশ্বনাথ) আশরাফুজ্জামান (পিপিএম) দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “সড়ক দুর্ঘটনার মূল কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
একই পরিবারের চারজনের মর্মান্তিক মৃত্যুর খবরে তাদের নিজ এলাকা রূপগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানিয়েছেন, তারা সবাই খুবই ভালো মানুষ ছিলেন। হঠাৎ এই মৃত্যুর ঘটনায় স্বজনরা শোকে পাথর হয়ে গেছেন। এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।