এনসিপি রামু উপজেলা কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

- আপডেট সময় : ৭ বার পড়া হয়েছে
সদ্য ঘোষিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রামু উপজেলার সমন্বয় কমিটির অভিষেক অনুষ্ঠান গত শুক্রবার রামু গ্রীণ সিটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কমিটির যুগ্ন সমন্বয়কারী মুফিজুর রহমানের সঞ্চালনায় প্রধান সমন্বয়কারী আহসানুল জুবাইরের সভাপতিত্বে এবং মাওলানা বেলাল উদ্দিনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে প্রোগ্রাম শুরু হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব এ এস এম সুজা উদ্দিন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রামু বাংলাদেশের রাজনীতির ধর্মীয় সম্প্রীতির এক অনন্য গুরুত্বপূর্ণ উপজেলা।
এই উপজেলার ধর্মীয় সম্প্রীতি রক্ষা করে আমাদের রাজনীতি এগিয়ে নিতে হবে এক ও অভিন্ন বাংলাদেশের পথে। এনসিপি ওয়ার্ড পর্যায় পর্যন্ত সদস্যও আমদের সমান গুরুত্বের সদস্য। যে কেউ প্রত্যন্ত গ্রাম থেকেও এনসিপির কেন্দ্রীয় নেতৃত্বে আসতে পারেন। নতুন রাজনৈতিক বন্দোবস্তের দর্শন নিয়ে, নতুন সংবিধানের আলাপ নিয়ে ছড়িয়ে যেতে প্রত্যেকটি ওয়ার্ডে, ইউনিয়নে।
সভাপতির বক্তব্যে প্রধান সমন্বয়কারী আহসানুল জুবাইর বলেন, রামু উপজেলা এনসিপি ২৪ এর স্পিরিট ধারণ করে প্রতিটি নাগরিকের অধিকার আদায়ের পক্ষে রাজনীতি করে যাবে। গত ৫৩ বছরেও জনগণ স্বাধীনতা ও মুক্তির স্বাদ পায়নি বলেই ২৪ এ গণঅভ্যুত্থান হয়েছে।
উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জুলাই রেভ্যুলশনারী এলায়েন্স কক্সবাজার প্রতিনিধি মঈনুর রশিদ ও এনসিপির নতুন কমিটির সকল প্রতিনিধিবৃন্দ। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, নতুন কমিটির মাধ্যমে রামু উপজেলা এনসিপিকে এগিয়ে নিতে সর্বাত্মক কাজ করে যাবেন এবং দ্রুত ইউনিয়ন কমিটি গঠনের কাজ শুরু করবেন।
মাওলানা আলমগীর রহমানীর দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।