নগরকান্দায় ফেসবুকে কাবা শরিফ অবমাননার অভিযোগ
এলাকায় বিক্ষোভ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত
- আপডেট সময় : ১৮ বার পড়া হয়েছে
ফরিদপুরের নগরকান্দায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পবিত্র কাবা শরিফ অবমাননার অভিযোগে সাগর মণ্ডল (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধায় নিজের ফেসবুক আইডিতে একটি আপত্তিকর ছবি স্টোরিতে দেওয়ার পর এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে তাকে গ্রেপ্তার করা হয়।
ঘটনাটি ঘটে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শাকরাইল গ্রামে।
স্থানীয় সূত্র জানায়, স্টোরিটি পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যেই খবরটি এলাকার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। পরে সন্ধ্যার দিকে নতুন বাজার এলাকায় কয়েকশ মানুষ জড়ো হয়ে প্রতিবাদ জানায়। উত্তেজনা বৃদ্ধি পেলে সাগর মণ্ডলকে স্থানীয়রা আরিফ ডাক্তারের ফার্মেসির ভেতরে আটক করেন। তিনি ওই ফার্মেসিতে সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
খবর পাওয়ার পর নগরকান্দা থানা পুলিশ, উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করেন। ক্রমবর্ধমান জনসমাগমের কারণে কিছুক্ষণ উত্তেজনা বিরাজ করলেও প্রশাসনের সমন্বিত উদ্যোগে প্রায় ৩ ঘন্টা পর পরিস্থিতি শান্ত হয়। এরপর পুলিশ সাগর মণ্ডলকে হেফাজতে নেয়।
নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন বলেন, ফেসবুকে আপত্তিকর পোস্টের জেরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছিল। আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলে সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছি এবং আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
গ্রেপ্তার সাগর মণ্ডলের বাড়ি শাকরাইল গ্রামের। তার বাবার নাম শ্রীকান্ত মণ্ডল। ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় এখনো প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।
পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।



















