পর্যটন মৌসুম ও পূজার দীর্ঘ ছুটি ও পর্যটনে ভরা মৌসুমে
কক্সবাজারে ছিনতাইকারীসহ গ্রেফতার ৯
- আপডেট সময় : ৮১ বার পড়া হয়েছে
কক্সবাজার সমুদ্র সৈকতে এখন লাখো পর্যটকে মূখরিত। দেশ ও বিদেশ থেকে ভ্রমণ পিপাসু হাজার হাজার পর্যটকে ভরপুর কক্সবাজার হোটেল মোটেল জোন।আগত লাখো পর্যটকের নিরাপত্তা বলয় নিশ্চিত করতে আগেভাগে প্রস্তুতি নিয়ে রেখেছে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ। কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ এ প্রতিবেদক কে জানান,আজ ২৯ সেপ্টেম্বরএডিশনাল আপেল মাহমুদের নেতৃত্বে হোটেল মোটেল জোনের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে পেশাদার ছিনতাইকারী, পর্যটক হয়রানী সহ বিভিন্ন অপরাধে ৯ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে ট্যুরিস্ট পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজন ‘বোরকা বাহিনী’র হিজড়া সদস্য এবং তিন নারী অপরাধীও রয়েছেন।
আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে সৈকতের সুগন্ধা ও লাবণী পয়েন্ট থেকে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিভিন্ন অপরাধে অভিযুক্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। আটককৃতদের মধ্যে তিনজন ‘বোরকা বাহিনী’ সদস্য (হিজড়া)দুইজন পেশাদার ছিনতাইকারী,তিনজন ভাসমান অপরাধী (ঝাউ বাগানের)এবং পর্যটক হয়রানির অপরাধে একজন কিট-কট ব্যবসায়ী ও রয়েছে।
অতিরিক্ত ডিআইজি আরও জানান, পর্যটন মৌসুম শুরু হওয়ায় এবং পূজার ছুটি উপলক্ষে অসংখ্য পর্যটক কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমনে আসতে শুরু করেছে। পর্যটকদের সার্বক্ষণিক নিরাপত্তা দিতে ট্যুরিস্ট পুলিশ ‘কমিটেড টু প্রটেক্ট এন্ড প্রাউড টু সার্ভ’ মূলমন্ত্রকে ধারণ করে কাজ করছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং অপরাধ দমনে কঠোর নজরদারি অব্যাহত আছে।

















