কক্সবাজারে বিজিবি’র অভিযানে বিশ হাজার ইয়াবা সহ চোরাকারবারি আরাফাত আটক

- আপডেট সময় : ৯৭ বার পড়া হয়েছে
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) কর্তৃক অভিযান পরিচালনা করে বিশ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক জন আসামী আটক করেছে।
কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এস এম খায়রুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি সূত্রে জানায়,আজ ২ সেপ্টেম্বর ১১৫০ ঘটিকায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনস্থ রেজুখাল চেকপোষ্টের একটি নিয়মিত তল্লাশী দল কর্তৃক টেকনাফ হতে কক্সবাজারগামী ০১টি মোটর সাইকেল তল্লাশী করে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ২০,০০০ বিশ হাজার) পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন আসামী আরাফাত হোসেন (২৪), পিতা-জহির আহমেদ, গ্রাম-মাইনুল স্কুল রোড, পুরান পল্লান পাড়া, পোস্ট-টেকনাফ, থানা-টেকনাফ ও জেলা-কক্সবাজারকে আটক করতে সক্ষম হয়েছে। এছাড়াও মাদকদ্রব্য পাচারের কাজে ব্যবহৃত ০১টি মোটর সাইকেল এবং ০১টি স্মার্ট মোবাইল ফোন জব্দ করতে সক্ষম হয়েছে। আটককৃত মালামালসহ আসামীকে প্রচলিত আইন অনুযায়ী থানায় মামলা দায়ের করতঃ পুলিশের নিকট সোপর্দের কার্যক্রম পক্রিয়াধীন রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়।
৩৪ ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল এস এম খায়রুল আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানান, বিজিবি কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকায় জনমনে স্বস্তি ও শান্তি বজায় রাখতে সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমনসহ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।