সংবাদ শিরোনাম ::
কক্সবাজার ঈদগড়-ঈদগাঁও সড়কে গাড়ি থামিয়ে মসজিদের ইমাম অপহরণ

এস এম হুমায়ুন কবির, কক্সবাজার
- আপডেট সময় : ০৪:১৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ ৪৩ বার পড়া হয়েছে
ঈদগড় ঈদগাঁও সড়কের ঈদগাঁও হিমছড়ি ঢালায় সড়কে গাড়ি থামিয়ে মিজানুর রহমান আজিজী নামের এক যুবককে অপহরণ করেছে দুর্বুত্তরা। মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ৮টায় এই ঘটনা ঘটে। অপহৃত মিজান ঈদগড় ৫নং ওয়ার্ড কাটাজঙ্গলের বাসিন্দা। তিনি স্থানীয় একটি মসজিদের ইমাম ও বড়বিল এবতেদায়ী নুরানী মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব রয়েছেন বলে জানা যায়।
স্থানীয়রা জানায়, মিজান ও তার স্ত্রী ঈদগড় থেকে সিএনজি যোগে ঈদগাঁও যাচ্ছিলেন দাদা শ্বশুরের জানাজায় অংশগ্রহণের জন্য। পথিমধ্যে হিমছড়ি ঢালা এলাকায় পৌঁছলে ডাকাত দল সিএনজি অটোরিকশার গতিরোধ করেন। এসময় টাকা ও অন্যান্য মালামাল লুট করে যাওয়ার সময় আজিজকে অপহরণ করে পাহাড়ে নিয়ে যায় তারা। ডাকাত দলের ১২ থেকে ১৫ জন সদস্যের প্রত্যেকের কাছে আগ্নেয়াস্ত্র ছিলো বলে দাবী প্রত্যক্ষদর্শীদের।