সংবাদ শিরোনাম ::
কবিগুরুর ১৬৪তম জন্মজয়ন্তীতে বর্ণিল সাজে সেজেছে রবীন্দ্র কাছারিবাড়ি শাহজাদপুরে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন

মোঃ শাহান আলী, উপজেলা প্রতিনিধি, শাহজাদপুর (সিরাজগঞ্জ)
- আপডেট সময় : ০২:৫৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫ ৩২ বার পড়া হয়েছে
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত ঐতিহাসিক রবীন্দ্র কাছারিবাড়ি বর্ণিল সাজে সেজেছে। ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার সকালে শুরু হয়েছে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা। সাংস্কৃতিক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ২৫ বৈশাখ সকাল ১০টা ৩০ মিনিটে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুল খালেক।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব মোঃ ফারুক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়, এবং শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ নজরুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে রবীন্দ্র কাছারিবাড়ি অডিটোরিয়ামে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। দেশের খ্যাতনামা শিল্পীদের পাশাপাশি আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশন করেন জাতীয় ও আঞ্চলিক বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীবৃন্দ। রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে রবীন্দ্র কাছারিবাড়ি চত্বর, প্রাঙ্গণ ও অডিটোরিয়ামকে বর্ণিল আলোকসজ্জা ও সাজে সজ্জিত করা হয়েছে। নানা রঙে ও অনুষঙ্গে ভরপুর এই আয়োজন পরিণত হয়েছে এক উৎসবমুখর পরিবেশে।