কমলো জ্বালানি তেলের দাম, কবে কমবে পণ্যদাম ও গণপরিবহন ভাড়া?
- আপডেট সময় : ০৮:২৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪ ৩৯৮ বার পড়া হয়েছে
লিটারে ডিজেল ৭৫ পয়সা, পেট্রোল ৩ ও অকটেনের দাম ৪ টাকা কমলো
বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে জ্বালানি তেলের দাম কমানোর কথা ক’দিন ধরেই চালাচালি হচ্ছিল। তবে, দাম কমানোর বিষয়টি সরকারের তরফেই বলা হয়েছিল।
সে অনুযায়ী বাংলাদেশে কমানো হলো জ্বালানি তেলের দাম। জ্বালানি তেলের দাম কমিয়ে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কিন্তু কবে কমবে পণ্যদাম ও গণপরিবহন ভাড়া?
অতীতে দেখা গিয়েছে জ্বালানি তেলসহ বিভিন্ন পণ্য দাম বাড়ার সঙ্গে সঙ্গে সকল জিনিষের দাম উর্ধমুখী। সেক্ষেত্রে জ্বালানি তেলের দাম কমলেও পণ্য দাম ও গণপরিবহন ভাড়া কবে এবং কতটুকু করবে, সে বিষয়ে এথনই কিছু বলা যাচ্ছে না।
নতুন স্বয়ংক্রিয় পদ্ধতিতে আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ৭৫ পয়সা থেকে ৪ টাকা পর্যন্ত কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের নতুন দাম বৃহস্পতিবার (৭ মার্চ) দিনগত রাত ১২টা থেকে কার্যকর হবে। প্রথমবারের মতো স্বয়ংক্রিয় পদ্ধতিতে মূল্য নির্ধারণের প্রজ্ঞাপনে দেশের বাজারে জ্বালানি তেলের দাম কমলো।
ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ১০৯ টাকা থেকে কমিয়ে ১০৮ টাকা ২৫ পয়সা, অকটেন ১৩০ টাকা থেকে ১২৬ টাকা এবং পেট্রোলের দাম ১২৫ টাকা থেকে কমিয়ে ১২২ নির্ধারণ করেছে সরকার। এক্ষেত্রে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনে ৭৫ পয়সা, অকটেনে ৪ টাকা ও পেট্রোলে ৩ টাকা কমেছে।
২০২২ সালের ৩০ আগস্ট থেকে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ৫ টাকা কমিয়েছিল সরকার।
গত ২৯ ফেব্রুয়ারি জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের সূত্র নির্ধারণ করে নির্দেশিকা প্রকাশ করেছে জ্বালানি বিভাগ। এ নির্দেশিকা অনুযায়ী, আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসে দেশের বাজারেও জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে।
দেশে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হলেও প্রতিবেশী দেশ ভারতের কলকাতায় বর্তমানে ডিজেল লিটারপ্রতি ৯২ দশমিক ৭৬ রুপি বা ১৩৩ টাকা ৫৭ পয়সা (১ রুপি সমান ১ দশমিক ৪৪ টাকা হিসাবে) এবং পেট্রোল ১০৬ দশমিক ০৩ রুপি বা ১৫২ টাকা ৬৮ পয়সায় বিক্রি হচ্ছে। যা প্রতি লিটার ডিজেলের দাম বাংলাদেশ থেকে প্রায় ২৪ টাকা ৫৭ পয়সা ও পেট্রোল ২৭ টাকা ৬৮ পয়সা বেশি বলেও জানিয়েছে মন্ত্রণালয়।