ঢাকা ১১:৫২ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

কলাপাড়ায় ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে ‘জুলাই শহীদ স্মরণ’ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

কলাপাড়া প্রতিনিধি
  • আপডেট সময় : ৯৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর আয়োজনে “জুলাই শহীদদের স্মরণে” এক আলোচনা সভা ও ২০২৫ সালের এসএসসি/দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (২৪ জুলাই ২০২৫) বিকেলে কলাপাড়া পৌরসভা অডিটোরিয়ামে এ অন্ষ্ঠুান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, সনদপত্র ও উপহারসামগ্রী তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত ও গজল পরিবেশনের মাধ্যমে সূচনা করা হয়। এরপর সংক্ষিপ্ত আলোচনা পর্বে বক্তারা বলেন—
‘শিক্ষাই জাতির মেরুদণ্ড। একজন কৃতী শিক্ষার্থী কেবল নিজ পরিবার নয়, পুরো জাতির জন্য গর্বের বিষয়। ইসলামী ছাত্র আন্দোলন সব সময়ই মেধাবীদের সম্মান ও উৎসাহ দিয়ে থাকে।’
এই অনুষ্ঠানের বিশেষ অংশ হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৫ উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থীদেরও সংবর্ধনা প্রদান করা হয়। পটুয়াখালী-১, ২, ৩ ও ৪ আসনের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা, স্মারক ও বিশেষ সম্মাননা প্রদান করা হয়। তারা সকলেই জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শূরা সদস্যগণ ও জেলা নেতৃবৃন্দ। এছাড়া স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্বে শহীদদের আত্মার মাগফিরাত, কৃতী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

 

 

 

 

 

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কলাপাড়ায় ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে ‘জুলাই শহীদ স্মরণ’ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

আপডেট সময় :

পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর আয়োজনে “জুলাই শহীদদের স্মরণে” এক আলোচনা সভা ও ২০২৫ সালের এসএসসি/দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (২৪ জুলাই ২০২৫) বিকেলে কলাপাড়া পৌরসভা অডিটোরিয়ামে এ অন্ষ্ঠুান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, সনদপত্র ও উপহারসামগ্রী তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত ও গজল পরিবেশনের মাধ্যমে সূচনা করা হয়। এরপর সংক্ষিপ্ত আলোচনা পর্বে বক্তারা বলেন—
‘শিক্ষাই জাতির মেরুদণ্ড। একজন কৃতী শিক্ষার্থী কেবল নিজ পরিবার নয়, পুরো জাতির জন্য গর্বের বিষয়। ইসলামী ছাত্র আন্দোলন সব সময়ই মেধাবীদের সম্মান ও উৎসাহ দিয়ে থাকে।’
এই অনুষ্ঠানের বিশেষ অংশ হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৫ উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থীদেরও সংবর্ধনা প্রদান করা হয়। পটুয়াখালী-১, ২, ৩ ও ৪ আসনের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা, স্মারক ও বিশেষ সম্মাননা প্রদান করা হয়। তারা সকলেই জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শূরা সদস্যগণ ও জেলা নেতৃবৃন্দ। এছাড়া স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্বে শহীদদের আত্মার মাগফিরাত, কৃতী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া পরিচালনা করা হয়।