কলাপাড়ায় মনোনয়ন পাওয়ায় মিষ্টি বিতরণ
- আপডেট সময় : ১৩ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের নাম ঘোষণার পরে অপর মনোনয়ন প্রত্যাশী পটুয়াখালী ৪ আসনের একমাত্র সংসদ সদস্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠ সহচর বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কমান্ডার মরহুম আলহাজ্ব মোঃ মোয়াজ্জেম হোসেন পুত্র কলাপাড়া উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক আয়কর আইনজীবী মোহাম্মদ মনিরুজ্জামান মনির তার অনুসারী সবাই কে নিয়ে বিএনপি’র দলীয় কার্যালয়ে ছুটে গেছেন। গত সোমবার রাতে কলাপাড়া উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে এসময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। মনিরুজ্জামান মনির বিএনপি মনোনীত দলীয় প্রার্থী এবিএম মোশাররফ হোসেন কে মিষ্টি খাইয়ে অভিনন্দন জানান।
একইভাবে মোশাররফ হোসেনও মনিরুজ্জামান মনির কে মিষ্টিমুখ করান। একে অপরকে জড়িয়ে ধরে শুভেচ্ছা বিনিময় করেন। কোলাকুলি করেন। এসময় দলের নেতাকর্মীরা উচ্ছ্বসিত হয়ে পড়েন। দলের এমন ঐক্যে নেতাকর্মীরা যেন প্রাণ ফিরে পেয়েছেন। তারা ঐক্যবদ্ধ হয়ে দলের মনোনীত প্রার্থী কে এখন বিজয়ী করতে মাঠ পর্যায়ে নেমে পড়বেন এমনটাই সবার প্রস্তুতি। বিএনপির উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের এমন ঐক্যবদ্ধভাবে আনুষ্ঠানিক প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার বিষয়টি বিএনপি’র এখানকার নেতাকর্মীদের বহুগুণে আন্দোলিত করে তুলেছে। তারা এখন অনেকটা স্বস্তিবোধ করছেন। বিএনপি দলীয়ভাবে যে কোন সময়ের চেয়ে এই আসনে এখন ঐক্যবদ্ধ ও সংগঠিত। কোন ধরনের অনৈক্য নেই। এক কথায় পটুয়াখালী-৪ ( কলাপাড়া- রাঙ্গাবালী) আসনে এখন বিএনপি’র নেতাকর্মীদের ঐক্যের পালে যেন সুখকর স্বস্তির হাওয়া বইছে। সোমবার রাতে তাদের মনোনীত প্রার্থীর নাম ঘোষণার পরে নেতাকর্মীরা সেই হাওয়ায় স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন বুক প্রশস্ত করে। সাগর পারের কলাপাড়ায় চায়ের আড্ডা থেকে শুরু করে সচেতন মহলে এখন সর্বত্র এবিএম মোশাররফ হোসেন ও মোহাম্মদ মনিরুজ্জামান মনির এর ঐক্যের খবরটি সর্বত্র আলোচিত হচ্ছে। তৃণমূল পর্যায়ের সকল নেতাকর্মী সহ রাজনৈতিক সচেতন মহল তাদের দুজনকে স্বাগতম জানিয়েন।


















