কাঁঠালিয়ায় চাঁদাবাজী মামলায় প্যানেল চেয়ারম্যান জেলহাজতে

- আপডেট সময় : ৩ বার পড়া হয়েছে
সন্ত্রাস লুট ও চাঁদাবাজীর একটি মামলায় ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো.পনির হোসেনকে জেল হাজতে পাঠানো হয়েছে। সাথে এ মামলার আরো তিন আসামীকে কারাগারে পাঠান আদালত।
পনির হোসেন ৬নং আওরাবুনিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি মেম্বার ও ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারন সম্পাদক।
এর আগে একটি রাজনৈতিক মামলায় পনির হোসেন হাজতবাস করে করেছিলেন।
গত রোববার (২৭ জুলাই) ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৮ আসামী হাজির হয়ে জামিন আবেদন করেন। আসামীদের মধ্যে প্যানেল চেয়ারম্যানসহ ৪ আসামীর আবেদন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন দ্রুত বিচার ট্রাইব্যুানালের বিচারক। বাকি ৪ আসামীর জামিন মঞ্জুর করেন। মামলার ৩নং আসামী সামসুল হক সুমন আদালতে হাজির হননি।
এ বছরের ২০ এপ্রিল পনির হোসেনসহ ৯জনকে আসামী করে মারধর লুটপাট ও চাঁদাবাজীর অভিযোগ এনে ঝালকাঠি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দ্রুত বিচার আইনে একটি মামলা করেন উপজেলার আওরাবুনিয়া এলাকার ব্যবসায়ী রফিকুল ইসলাম এলেন। মামলায় ঘটনার তারিখ দেখানো হয়েছে এ বছরের ২২ মার্চ শনিবার দুপুরে। ঘটনার এক মাস পর আদালতে এ মামলা দায়ের করেন বাদী। (মামলা নং-৩৯/২০২৫)। প্যানেল চেয়ারম্যান পনির হোসেন এ মামলার ২নং আসামী।
জামাতা পনির হোসেনকে নির্দোষ দাবী করে, শ্বশুর মো. মতিয়ার মহারাজ হাওলাদার জানান, পারিবারিক দ্ধন্ধে পনিরকে এ মামলায় আসামী করা হয়েছে।