কাঁঠালিয়ায় দুর্নীতিবিরোধী দিবস পালিত
- আপডেট সময় : ১১ বার পড়া হয়েছে
ঝালকাঠির কাঁঠালিয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবসটি উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এর আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মকবুল হোসেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মো. আবদুল হালিমে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার ফাতেমা ইসলাম। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক খন্দকার মোস্তফা কামালের সঞ্চালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা মো. ফজলুল হক মৃধা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি অধ্যক্ষ মো. ইদ্রিস মিয়া, সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রী কলেজের প্রভাষক মো. সাইদুর রহমান, আমুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. নকিরুল ইসলাম ও শিক্ষার্থী জেবা ইসলাম প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রোগ্রামার অতনু কিশোর দাস মুন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. আনোয়ারা বেগম, আওরাবুনিয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র মিস্ত্রী, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন, পিস এ্যাম্বেসেডর, বরিশাল বিভাগীয় সমন্বয়কারী ফারুক হোসেন খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার কে. এম. জামান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দীপঙ্কর চন্দ্র শীল, কাঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান, কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ডা. দিলিপ চন্দ্র হাওলাদার, সাংবাদিক মো. সাকিবুজ্জামান সবুর, ছালমা বেগমসহ শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন দপ্তরের প্রধানগন।
















