কাঁঠালিয়ায় প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ
- আপডেট সময় : ২১ বার পড়া হয়েছে
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ৫ নম্বর শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলামের বিরুদ্ধে ৩৫ বছরের এক নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের তালগাছিয়া গ্রামের ওই চেয়ারম্যানের নিজ বাসায় এ ঘটনা ঘটে। এসময় তার স্ত্রী বাড়ীতে ছিলেন না।
অভিযোগ অস্বীকার ইউপি মেম্বার ও প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, একটি মহল প্যানেল চেয়ারম্যান থেকে তাকে সরানোর জন্য মহিলাকে দিয়ে মিথ্যা নাটক সাজিয়েছে।
এঘটনায় ভুক্তভোগী নারী হাওয়া বেগম (৩৫) রাতে ওই প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। বিষয়টি আজ শনিবার (১ নভেম্বর) দুপুরে জানাজানি হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি মংচেনলা।
অভিযোগে জানাগেছে, উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের তালগাছিয়া গ্রামের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্ধা দিনমজুর শিমুল সিকদার স্ত্রী হাওয়া বেগমকে বাসায় ঝিয়ের কাজ করানোর কথা বলে ডেকে নেয় প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম। হাওয়া বেগম বাসায় ঢোকার পর বাসার দরজা জানালা বন্ধ করে তাকে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা করা হয়। বাঁধা দিলে তাকে চড় থাপ্পর মারে সিরাজুল। এসময় কৌশলে দরজা খুলে বাহিরে বের হতে সক্ষম হয় ওই নারী।
অভিযোগ অস্বীকার করে প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, আওয়ামী লীগের ট্যাগ দিয়ে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের পদ থেকে সরানোর জন্য একটি মহল এ ঘটনা ঘটিয়েছে।
থানার ওসি মংচেনলা জানান, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।














