কাঁঠালিয়ায় প্রবাসীর ঘরে চুরির ঘটনায় থানায় অভিযোগ

- আপডেট সময় : ৫ বার পড়া হয়েছে
ঝালকাঠির কাঁঠালিয়ায় ব্রুনাই প্রবাসী মিজানুর রহমান নান্নার তালাবদ্ধ ঘরে দুর্ধষ চুরির ঘটনায় থানায় অভিযোগ হয়েছে।
গতকাল সোমবার (২৮ জুলাই) এ ঘটনায় অজ্ঞাতনামা আসামী করে থানায় লিখিত অভিযোগ করেন প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভিন।
অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার সদর ইউনিয়নের লেবুবুনিয়া গ্রামের বাসিন্ধা মিজানুর রহমান নান্না ব্রুনাই প্রবাসী। স্থানীয় বটতলা বাজারে একটি ভবনে ছেলে সন্তান নিয়ে বসবাস করেন তার স্ত্রী শাহনাজ পারভিন। গ্রামের বাড়ীর পাকা ভবনে থাকেন শাহনাজ পারভিনের বোন হোসনেয়ারা পারভিন ও তার বোনের সন্তানরা। গত (২২ জুলাই) মঙ্গলবার রাতে প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভিন অসুস্থ্য পড়ে। খবর পেয়ে গ্রামের বাড়ীতে থাকা শাহনাজের বোন ছেলেমেয়েদের নিয়ে ঘরে তালা দিয়ে বোনকে দেখতে বটতলা বাজারের বাসায় আসে। শাহনাজ পারভিন অসুস্থ্য থাকায় সেখানে থেকে যান বোন হোসনেয়ারা ও তার ছেলে মেয়েরা। পরের দিন (২৩ জুলাই) বুধবার গভীর রাতে তালাবদ্ধ ওই পাকা ভবনের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে নগদ টাকা স্বর্নালংকার জমির কাগজপত্র নিয়ে যায় দূর্বৃত্তরা। এসময় ঘরের আসবাবপত্র ভাংচুর করা হয়। সকালে গিয়ে ঘরের দরজা ভাঙ্গা এবং ভিতরের সমস্ত মালামাল তছনছ অবস্থায় দেখতে পায় শাহনাজের বোনের ছেলে মাহামুদুল হাসান। শাহনাজ পারভিন আরো জানান, এলাকার কিছু মানুষের সাথে জমি নিয়ে তাদের বিরোধ চলছে। তারাই এ ঘটনা সংগঠিত করতে পারে বলে তিনি ধারনা করছেন।
থানার ওসি মংচেনলা জানান, প্রবাসীর বাড়ীতে চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।