কাঁঠালিয়ায় প্রবাসীর ঘর ভাংচুর, লুটপাট, আসামী গ্রেফতার
- আপডেট সময় : ১৩৪ বার পড়া হয়েছে
ঝালকাঠির কাঁঠালিয়ায় সৌদি প্রবাসী রফিকুল আলমের বসত ঘর ভাংচুর হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে।
গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিন চেঁচরী গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় প্রবাসীর স্ত্রী জামিলা আক্তার বাদী হয়ে সোহেল হাওলাদারসহ সাতজনকে আসামী করে গত শুক্রবার (১০ অক্টোবর) রাতে থানায় একটি মামলা করেন। পুলিশ স্থানীয় কৈখালী বাজার থেকে ওয়ার্কশপ ব্যবসায়ী মামলার প্রধান আসামী সোহেল হাওলাদারকে (৩৫) গ্রেফতার করে কোর্টে সোপর্দ করেছে।
মামলার বিবরণে জানাগেছে, উপজেলার দক্ষিন চেঁচরী গ্রামের প্রবাসী রফিকুল আলমের সাথে জমির ভাগ বন্টন নিয়ে দ্ধন্ধ চলছে একই গ্রামের ব্যবসায়ী সোহেল হাওলাদারের। এর জেরে গত বৃহস্পতিবার দুপুরে সোহেল হাওলাদারের নেতৃত্বে আসামীরা প্রবাসীর রফিকুল আলমের টিনসেট বসত ঘর ও একটি মুরগী রাখার ঘর ভাংচুর করে। সেখানে একটি টিনসেট ঘর নির্মাণ করে জমি দখলে নেওয়ার চেষ্টা করে আসামীরা। এসময় আসামীরা প্রবাসীর ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে। মামলার বাদী জামিলা আক্তার আরো জানান, আসামীরা নগদ তিন লক্ষ টাকা ও চার লক্ষ টাকার স্বর্নালংকার লুটে নেয়।
হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা অস্বীকার করে গ্রেফতারকৃত সোহেলের নিকট আত্নীয় আহসান উল্লাহ জানান, সোহেলের কেনা জমিতে সীমানা নির্ধারণ করে সেখানে পিলার পোতা হয়েছে। প্রবাসীর স্ত্রী মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে সোহেলকে।
থানার ওসি মংচেনলা জানান, মামলার আসামী সোহেল হাওলাদারকে গ্রেফতার করে কোর্টে সোপর্দ করা হয়েছে।















