কাঁঠালিয়ায় বিরোধীয় জমির গাছ কাটার চেষ্টার অভিযোগ
- আপডেট সময় : ৪৩ বার পড়া হয়েছে
ঝালকাঠির কাঁঠালিয়ায় চলমান মামলার বিরোধীয় জমির গাছ কেটে নেওয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের দক্ষিন কৈখালী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিশ্বজিৎ হালদার বাদী হয়ে গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে দুইজনকে আসামী করে থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের দক্ষিন কৈখালী গ্রামের মৃত্যু সিদ্দিকুর রহমানের ছেলে কাইয়ুম খলিফার সাথে জমি নিয়ে বিরোধ চলছে বিশ্বজিৎ হালদারের। বিরোধীয় জমিতে আদালতে মামলা চলছে। এ অবস্থায় আসামীরা গত মঙ্গলবার সকালে বিরোধীয় জমির রেইন্টি গাছ কাটা শুরু করে। বাধা দেওয়ায় আসামীরা অভিযোগের বাদীকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখায়। অভিযোগ অস্বীকার করে কাইয়ুম খলিফা জানান, তাদের কেনা জমির গাছ কাটতে গেলে বাঁধা দেয় বিশ্বজিৎ হালদার। থানার ওসি মংচেনলা জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

















