কাঁঠালিয়া মাদক সেবনে বাঁধা দেওয়ায় ভাই ভাবীকে পিটিয়ে জখম
- আপডেট সময় : ৫৬ বার পড়া হয়েছে
ঝালকাঠির কাঁঠালিয়ায় মাদক সেবনে বাঁধা দেওয়ায় ভাই ভাবীকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।
গত রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার উত্তর চড়াইল গ্রামের নুতন হাট এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় আজ সোমবার (২৮ জুলাই) দুপুরে আহত রাসেল সিকদার বাদী হয়ে আপন চাচাত ভাই বখাটে ও মাদকসেবী সোহাগ সিকদারের বিরুদ্ধে থানা লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের উত্তর চড়াইল গ্রামের অটো চালক মো.শাহজাহান সিকদারের ছেলে সোহাগ সিকদার (২০) এলাকার বখাটে ও চিহ্নিত মাদকসেবী হিসেবে পরিচিত। পরিবারের লোকজন তাকে এ পথ ফেরানোর চেষ্টা করে ব্যর্থ হয়। গত রোববার বিকেলে মাদক সেবন করে বাড়ী ফেরে সোহাগ। এসময় সোহাগের (আপন) বড় ভাবী লিজা আক্তার দেবরকে মাদক সেবন থেকে বিরত থাকতে বললে, তাকে মারধর করে। প্রতিবাদ করলে চাচাত ভাই রাসেল সিকদারকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে সে।
সোহাগের ভাবী লিজা আক্তার জানান, দেবর সোহাগ একজন মাদক সেবী। তাকে মাদক সেবনে বাঁধায় তাকে বেদম মারধর করে সোহাগ। এর আগেও বেশ কয়েকবার তাকে এবং তার স্বামী শাহিন সিকদারকে মারধর করা হয়। অভিযোগ অস্বীকার করে সোহাগ সিকদার জানান, এটা আমাদের পারিবারিক বিষয়। এখানে রাসেল নাক গলানোর কে।
থানার ওসি মংচেনলা জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়াও মাদকের বিষয় আমাদের অভিযান অব্যহত আছে।
















