কারখানায় ঢুকে হামলার চেষ্টা, সেনাবাহিনীর হাতে আটক ৬
- আপডেট সময় : ০৩:২৭:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪ ১০২ বার পড়া হয়েছে
গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় কোকোলা ফুড প্রোডাক্টস লিমিটেড কারখানার শ্রমিকরা সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে বিক্ষোভ করেছেন। তারা আধা ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখেন।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেন। সেখান থেকে বিশৃঙ্খলা সৃষ্টি ও কারখানা ভাঙচুর করার চেষ্টার সঙ্গে যুক্ত ৬ জনকে আটক করে সেনাবাহিনী।
শিল্প পুলিশ ও কারখানার শ্রমিকরা সংবাদমাধ্যমকে জানান, কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার কোকোলা ফুড প্রোডাক্টস লিমিটেড কারখানার শ্রমিকরা রোববার সকালে ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার, হাজিরা বোনাস ৮০০ টাকা, সাধারণ ও বার্ষিক ছুটিসহ ১২ দফা দাবিতে কারখানার ভেতর বিক্ষোভ করে। একপর্যায়ে তারা কারখানার পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেন।
বন্ধ ঘোষণার পরও সোমবার সকালে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। সকাল ৯টার দিকে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে কিছু শ্রমিক কারখানার ভেতরে প্রবেশ করে ভাঙচুর করার চেষ্টা করেন।
খবর পেয়ে শিল্প পুলিশ, থানা-পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা শ্রমিকদের ধাওয়া দেন। কারখানার ভেতরে অবৈধভাবে প্রবেশ এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৬ জনকে আটক করা হয়। সেনাবাহিনীর সদস্যরা হ্যান্ডমাইকে ঘোষণা দিয়ে শ্রমিকদের কারখানা এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেন। সকাল সাড়ে ৯টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।
আটকরা হচ্ছে, খোকন মিয়া, সোহাগ মিয়া, নাজমুল মিয়া, উজ্জ্বল হোসেন, শাকিল আহামেদ ও মোবারক হোসেন ।
কারখানার শ্রমিক আব্বাস উদ্দিন বলেন, কারখানাটিতে পাঁচ হাজারের বেশি শ্রমিক কাজ করেন। তাদের সর্বনিম্ন বেতন দেওয়া হয় ৮ হাজার টাকা। এই টাকায় ঘরভাড়া আর খাওয়া-দাওয়া হয় না। তাই অনেক দিন ধরেই তারা সর্বনিম্ন বেতন সাড়ে ১২ হাজার করার দাবি জানিয়ে আসছেন। তবে মালিকপক্ষ কোনও ব্যবস্থা নিচ্ছে না।
গাজীপুর শিল্প পুলিশের (জোন-২) পরিদর্শক নিতাই চন্দ্র সরকার জানান, কারখানা বন্ধ ঘোষণার পরও কিছু উচ্ছৃঙ্খল শ্রমিক কারখানার ভেতরে জোরপূর্বক প্রবেশ করছিলো। এ সময় সেনাবাহিনীর সদস্যরা ৬ জনকে আটক করেছে। তাদের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। শ্রমিকরা কিছু সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেছিলেন। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।