কালকিনিতে বিএনপির সদস্য নবায়ন ও ফর্ম বিতরণ অনুষ্ঠিত
- আপডেট সময় : ১৩২ বার পড়া হয়েছে
মাদারীপুরের কালকিনি উপজেলা বিএনপির ওয়ার্ড ভিত্তিক পুরুষ সদস্য নবায়ন ও ফর্ম বিতরণ অনুষ্ঠানে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, “আগামী নির্বাচনে বিএনপি প্রার্থী মাদারীপুর-৩ আসনে বিপুল ভোটে এমপি নির্বাচিত হবে”। আজ শনিবার কালকিনি ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ফজলুল হক বেপারী সভাপতিত্বে এবং উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সির সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, আমরা ইতিমধ্যে ১০ হাজার নতুন মহিলা সদস্যর সংগ্রহ করেছি এখন আমরা নতুন করে কালকিনি উপজেলায় নতুন আরও ১৫ হাজার সদস্য সংগ্রহ করবো আগামী ১৫ দিনের মধ্যে এবং ডাসার উপজেলায় দশ হাজার সদস্য সংগ্রহ করবো। এই নতুন এবং পুরাতন সদস্য মিলে একটি শক্তিশালী দল গঠিত হবে যারা কিনা আগামী নির্বাচনে একাত্ম হয়ে কাজ করে বিএনপি’র প্রার্থীকে জয়ী করে আনবে ইনশাআল্লাহ। তিনি তার বক্তৃতায় আরোও বলেন, তারেক রহমান অবশ্যই জনসম্পৃক্ত প্রার্থীকে দলীয় মনোনয়ন দিবেন। জনসম্পৃক্ত প্রার্থীই তারেক রহমানের কাছের লোক। আমরা কালকিনিবাসী আগামী নির্বাচনে দেশনায়ক তারেক রহমানকে কালকিনি আসন উপহার হিসেবে দিব ইনশাআল্লাহ। এ সময় সম্মতি সূচক কন্ঠে প্রকম্পিত হয়ে ওঠে ফরম সংগ্রহের মাঠ। তিনি ওয়াট পর্যায়ের সদস্যদের বলেন আপনারা দায়িত্বশীল হয়ে প্রতিটি জনগণের সাথে সুসম্পর্ক গড়ে তুলবেন যাতে করে আপনাদের প্রতি এবং দলের প্রতি জনগণের ভালোবাসা সৃষ্টি হয়। ভালোবাসা দিয়েই আমরা আগামী দিনে আমাদের জয় সুনিশ্চিত করব। এছাড়াও অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন।
















