সংবাদ শিরোনাম ::
কালীগঞ্জে বোস জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি

নজরুল ইসলাম , ঝিনাইদহ
- আপডেট সময় : ০৪:১৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ ৪১ বার পড়া হয়েছে

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
# চোরেদের ব্যবহৃত কাঁচি উদ্ধার
# ৮ ভরি স্বর্ণ ও টাকাসহ ১৫ লাখ টাকার মালামাল চুরি
ঝিনাইদহের কালীগঞ্জ শহরের মধুগঞ্জ বাজারে বোস জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। চোর চক্রের সদস্যরা ওই প্রতিষ্টানের পেছনের দেওয়াল কেটে ভেতরে প্রবেশ করে ৮ ভরি স্বর্ণালংকার ও নগদ দেড় লাখ টাকাসহ প্রায় পনের লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে কালীগঞ্জ থানার ওসি এবং পৌর ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থল থেকে চোরেদের ওয়াল কাটার কাজে ব্যবহৃত একটি কাচি উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ওই চুরির ঘটনাটি ঘটে বলে ধারণা করা হচ্ছে।
বোস জুয়েলার্সের স্বত্বাধিকারী অলোক বোস জানান, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সকালে প্রতিষ্টান খুলে দেখেন জিনিসপত্র এলোমেলাভাবে ছড়ানো রয়েছে। সিন্দুক লোহার আলমারী ও ক্যাশ ড্রয়ার খোলা। এবং দোকানের পেছনে গিয়ে দেখেন দেওয়াল কাটা। তিনি বলেন, রাত দেড়’টার দিকে চোরেরা তার দোকানের পেছনের দেওয়াল কেটে ভেতরে প্রবেশ করে। করোনার পিপি গায়ে জড়িয়ে মুখোশ পরিহিত চোরেরা প্রথমেই দোকানের সিসি ক্যামেরা বিচ্ছিন্ন করে। এরপর লোহার আলমারী ভেঙ্গে ৮ ভরি স্বর্ণ ও ক্যাশ ড্রয়ার ভেঙ্গে দেড় লাখ টাকা নিয়ে গেছে। এ সময় তিনি সর্বশান্ত হয়ে গেছেন বলে আহাজারী করেন। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল থেকে চোরেদের ব্যবহৃত একটি কাচি উদ্ধার করা হয়েছে। চোর ও চুরিকৃত মালামাল উদ্ধারে অভিযান চালানো হবে। ভুক্তভোগীকে থানাতে অভিযোগ দিতে বলেছেন বলে জানান তিনি।