কাশিমপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন পালন

- আপডেট সময় : ৮১ বার পড়া হয়েছে
দোয়া মাহফিল ও বিশেষ প্রার্থনা এবং আলোচনার সাদামাটার মত কর্মসুচির মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন পালিত হয়।
গত শুক্রবার ১৫ই আগস্ট সন্ধ্যা ৭ টা সময় কাশিমপুর ৩ নং ওয়ার্ড হাতিমারা হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া পুজা উদযাপন পরিষদ সহ বিভিন্ন সংগঠনের বিশেষ প্রার্থনা সহ আলোচনা সভা করেছেন কাশিমপুর বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
গাজীপুরে মহানগরের বিএনপির সভাপতি জনাব মোঃ শওকত হোসেন সরকারের দিকনির্দেশনায় কাশিমপুর থানা বিএনপির আয়োজনে সভাপতি খন্দকার আলী হোসেনের সভাপতিত্বে কেএম রাজুর সঞ্চালনায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার শুভ জন্মদিন পালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন কাশিমপুর থানা বিএনপির সভাপতি খন্দকার আলী হোসেন, সাধারণ সম্পাদক,আব্দুর রহিম, সিনিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোল্লা,আনোয়ার হোসেন মৃধা , কে এম রাজু, মোস্তফা মিয়া, আব্দুর রাজ্জাকসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সন্ধ্যায় জাতীয়তাবাদী বিএনপি উদ্যোগে একটি আলোচনা সভা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।