কাশিয়ানীতে যুবকের মরদেহ উদ্ধার

- আপডেট সময় : ৮ বার পড়া হয়েছে
কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের হরিদাসপুর গ্রাম পশ্চিমপাড়া খালপাড় থেকে ওবায়দুল শিকদার(২৮)নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ রোববার সকালে স্থানীয়রা রাস্তায় হাটতে বের হয় এমন সময় খালপাড়ে লাশ পড়ে আছে দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।মৃতের পরিচয় জানা গেছে সে কাশিয়ানী সদর ইউনিয়নের খায়েরহাট গ্রামের দাউদ শিকদারের ছেলে।পরিবার সূত্রে জানা যায় শুক্রবার সন্ধান পরে সে বাড়ি থেকে বেরিয়েছে পরবর্তীতে রাতে সে তার বড় ভাইকে ফোন কলে জানায় আমি আজ বাড়িতে আসবনা পিকনিক আছে এটাই ছিল ভাইয়ের সাথে শেষ কথা।বাড়িতে না ফেরায় তার পরিবার গভির রাতে থানায় আসে নিখোজের জিডি করতে কিন্ত কোন কারন বসত জিডি করতে না পেরে ফিরে যান তারা।বরিবার সকালে খবর পান পরিবার বোনের বাড়ির পাশে খালপাড়ে ওবায়দুলের লাশ পড়ে আছে।উদ্ধার সময় দেখা যায় মৃতের গলায় ও শরীরে বিভিন্ন জায়গা আঘাতের চিহ্ন রয়েছে।ধারণা করা হচ্ছে তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।এ ঘটনায় নেমে এসেছে পরিবারের মাঝে শোকের ছায়া।কাশিয়ানী থানা অফিসার ইনচার্জ(ওসি)কামাল হোসেন জানান,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় কে বা কারা জড়িত এখনো জানা যায়নি তবে মামলা দায়ের হলে তদন্তের মাধ্যমে রহস্য উদঘাটন হবে।